‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় ইটাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডের (ইটাগাছা পুলিশ ফাড়ি এলাকা) বিট পুলিশিং সভায় ইটাগাছা পুলিশ ফাড়ির ইনচার্জ সরদার ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান (বিপিএম)। এসময় তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছিলাম। আমাদের অভিযান ও তৎপর থাকার কারণে বর্তমানে এক বোতল ফেন্সিডিল সাড়ে ৩হাজার টাকায় বিক্রি হচ্ছে। আমি মনে করি, মাদকের চেয়ে ভয়াবহ একটি নেশা আছে, সেটি হলো মোবাইল গেমস্ ও ফেসবুক। বর্তমান সময়ে তরুণরা মাদকের চেয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। দিনে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা মোবাইলের পিছনে ব্যয় করে। এসময়য় তিনি আরো বলেন, পুলিশ সব বিষয় দেখে পারে না। এজন্য অভিভাবকদের উচিত সন্তানের চলাফেরার প্রতি নজর রাখা। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়নে তাদের অগ্রণী ভূমিকা থাকবে।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার ওসি মো. মহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি মো. আব্দুর রহিম, সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম (রনি), ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন ইটাগাছা পুলিশ ফাড়ির এসআই সাঈদ, এটিএসআই এনামুল, এএসআই আসাদ, শামসুর রহমান, মোজাম্মেল হক, রাজিবুল ইসলাম বাবু, ফজলুর রহমান, নাজির, সেলিম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মিজানুর রহমান মিজান।