1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ, খুলনার কয়রায় ৫৯ পরিবার উপকৃত চোরাই মাল বেচা কেনার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত শুকুর মোল্ল্যা রাকসু থেকে উঠে এসে যারা দিয়েছেন জাতীয় পর্যায়ে নেতৃত্ব পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুদকের অভিযান কয়রার জলবায়ু সংকট নিরসনে বাজেট বৈষম্য অবসানের দাবি চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক ও সুধীজন নিয়ে মতবিনিময়ে অনুষ্ঠান পরিচ্ছন্নতা কর্মী সংকটে নাকাল বেরোবি, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষক-শিক্ষার্থীরা পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা বগুড়া জেলা গৃহনির্মাণ শ্রমিক পরিষদ এর পুণরায় নির্বাচনের দাবিতে প্রেশ ক্লাবে সম্মেলন

ফুলবাড়ীতে পালন হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা

মোঃ নাজমুল হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম বাংলার হাজার বছরের এতিহ্যবাহী বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনে বৈশাখী মেলা।

এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনের এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।

এতে অন্যান্যর মধ্যে উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) নাজমুস সাকিব সজীব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আলী বাদশা, সাধারন সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতন, আওয়ামী লীগনেতা শিল্পপতি ওয়াহেদ আলী।

আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগনেতা ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব সভাপতি ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী প্রেস ক্লাব সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও কর্মচারীরা।

সভার সিদ্ধান্ত মতে, পহেলা বৈশাখে উপজেলা চত্বরে সকাল সাড়ে ১০ টা থেকে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনে র‌্যালী, বৈশাখী মেলা ও বিকেল ০৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও বৈশাখী মেলায় যাতে করে বিভিন্ন জিনিসপত্রের দোকান বসে এর জন্য দোকানিদের মেলায় অংশগ্রহণের জন্য মাইকিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় লোকজন জানায় যে, গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি বর্তমানে আধুনিকতার ছোয়ায় প্রায় বিলুপ্ত হতে চলছে। আমরা বাঙ্গালী হিসেবে আমাদের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, নিজস্ব সংস্কৃতি ধরে রাখা খুবই জরুরী। বর্তমানে ফুলবাড়ী উপজেলা প্রসাশনের নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম এ ধরনের কর্মসূচি হাতে নেয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকার সাধারন মানুষ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com