1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, ৮ জনের নামে হত্যা মামলা তৃণমূলে স্পষ্ট বার্তা মনিরুজ্জামান মন্টুর: বিএনপিতে ‘আওয়ামী লীগের দোসরদের’ ঠাঁই নেই নড়াইলে চোরাই ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার গ্রেফতার ০২ করিমগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত গোয়ালাবাজার ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমেদ সাহেব আর নেই পলাশবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমিতির পরিচালকের লাপাত্তা :কর্মচারীরা গ্রাহকদের হাতে অবরুদ্ধ মুন্সিগঞ্জ গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পিকাপে আটকে পড়া চালক সানিকে উদ্ধার হিলিতে ভুয়া পুলিশ আটক করে আসল পুলিশের কাছে হস্তান্তর বেরোবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

“ধনী গরীব একসাথে জীবন কাটুক ঈদ আনন্দে” শিরোনামে মানবিক আনিস

মো:আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে
কুমিল্লা মুরাদনগর উপজেলার, বাঙ্গরা বাজার থানাধীন ২২ নং টনকি ইউনিয়নের চৌনপুর গ্রামের কৃতি সন্তান আনিসুর রহমান, ২০২২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগের ব্যনারে নৌকা প্রতীক নিয়ে ২২ নং টনকি ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিচয়ে নিজেকে আত্মপ্রকাশ করেন,নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর কাছে অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে জান তিনি,এই হেরে যাওয়াই ছিলো তার জীবনের সবচেয়ে বড়ো জয়।নির্বাচনে নিজেকে বিজয়ী করতে ২২ টনকি ইউনিয়নের প্রতিটা ভোটারদের বাড়ি বাড়ি  যেতে হয়েছে আমার,সেই সুবাদে ধনী,গরীব,অসহায়,অবহেলিত,দরিদ্র পরিবারের মানুষ গুলো কেমন আছেন তা নিজের চোখে দেখতে পেরেছি এবং তাদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে প্রয়োজন কি তা জানতে পেরেছি,সবশেষে আমার করনীয় কি তা বুঝতে পেরেছি।হয়তো নির্বাচনে না আসলে আমার ইউনিয়নের এই অন্ধকারে থাকা গল্পটি,আমার মাঝে অন্ধকারই হয়ে থাকতো।
সমাজের ধনী মানুষ গুলোর পাশাপাশি অবহেলিত,অসহায়, হতদরিদ্র পরিবারের মানুষ গুলোর জীবন কতটা কষ্টের হয় তা নিজচোখে না দেখলে কখনো কারো বুঝার সাধ্য নাই,সমাজে এতো নামীদামী ধনী ব্যাক্তী থাকার সত্যেও তাদের পাশে এসে দাঁড়ানোর মতো কেউ নেই,সেই থেকে মানবতার সেবায় শুরু হয় আনিসুর রহমানের নতুন পথচলা,তিনি বলেন এই পৃথিবীতে অসহায়,দরিদ্র,অবহেলিত মানুষ গুলোর সুখ দুঃখ গুলো ভাগাভাগি করে পাশে থেকে মানবিক সেবা দেওয়ার মতো সুখ-শান্তি,আনন্দেরমতো দ্বিতীয় একটা নেই,তাই আনিসুর রহমান বলেন নির্বাচনে হেরে যাওয়াটাকে আমি মনে করি এটাই আমার জীবনের সবচেয়ে বড়ো বিজয়,সবার কাছে এখন তার পরিচয় “মানবতার ফেরিওয়ালা” আবার কারু কাছে মানবিক আনিস,আবার কেউ কেউ বলেন গরীব দুঃখী মানুষের মাথার ছাতা।
প্রতিবারের নেয় এইবারো “ধনী গরীব একসাথে জীবন কাটুক ঈদ আনন্দে” শিরোনামে ০৬/০৪/২০২৪ ইং শনিবার ২২ নং টনকি ইউনিয়নের সর্বস্তরের অসহায়, দরিদ্র পরিবারের সদস্যেদের মাঝে (৫ লাখ টাকা ৪০০ জনকে) নগদ অর্থ প্রদান করেন।
এছাড়াও যেকোনো সেবামূলক কার্যক্রমে আনিসুর রহমান থাকেন সবার আগে,বর্তমানে সমাজের মাঝে আনিসুর রহমান নয়,তার পরিচয় হলো মানবতার ফেরিওয়ালা আনিসুর রহমান, আবার কেউ কেউ বলে গরীব দুঃখী মানুষের বন্ধু মানবিক আনিস।
মানবিক সেবামূলক কার্যক্রম কতোদিন চলবে,এমন এক প্রশ্নের উত্তরে ২২ নং টনকি ইউনিয়ন বাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা (ঈদ মোবারক) জানিয়ে তিনি বলেন মহান সৃষ্টি কর্তা যদি সহায় থাকেন শেষ বিদায়ের আগপর্যন্ত আমার এই কার্যক্রম চালিয়ে যাবো।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করার পরিকল্পনা আছে কি এমন এক প্রশ্নের উত্তরে আনিসুর রহমান বলেন,আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেই তাদের কথা যাদের কাছে আমি মানবিক আনিস,যারা আমাকে বলেন মানবতার ফেরিওয়ালা,অপেক্ষা করুন সময়সাপেক্ষ এই প্রশ্নের উত্তর দিবে তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com