1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরান ঢাকার মিটফোর্ডে নৃশংস হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল মিটফোর্ডে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মোংলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ মিডফোর্ডে হত্যাকান্ড ধর্ষন হত্যা চাঁদাবাজ প্রতিবাদে বিক্ষোভ মিছিল চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন ও পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার ‎সাউদার্ন নিট ওয়্যারে শ্রমিক বিক্ষোভ: পুনর্বহাল ও পদত্যাগ দাবিতে উত্তাল কালিয়াকৈর শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলা সখিপুর থানাধীন। চর কুমারিয়া থেকে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার মুলাদীতে সোহাগ হত্যার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ জনগণ হিলিতে মাদক ব্যবসায়ীর বাড়িতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁ চিয়ে কলেজছাত্রীর রহস্যজনক মৃ’ত্যু

আরও দুই জনপ্রতিনিধি বরখাস্ত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৮৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা এবং ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়ম করায় আরও একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও একজন ইউনিয়ন পরিষদ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জনপ্রতিনিধি বরখাস্তের সংখ্যা ৮৭ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই এবং মানবিক সহায়তা কর্মসূচির হতদরিদ্রের জন্য ১০ টাকা কেজি দরে চাল আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শফিউল ইসলাম তসকিরকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরখাস্ত হওয়া চেয়ারম্যান ও সদস্য কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। কাজেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান ও সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা  হয়।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ নিয়ে মোট ৮৭ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২৯ জন ইউপি চেয়ারম্যান, ৫২ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং ১ জন উপজেলা ভাইস-চেয়ারম্যান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com