দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা ও নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জনি আহমেদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাব-রেজিষ্ট্রি অফিসের নৈশ্য প্রহরীর বিরুদ্ধে। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় মুঠোফোনের মাধ্যমে এই প্রাণনাশের হুমকির ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই দিনই নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই রবিবার সকালে দৈনিক ইত্তেফাক নিয়ামতপুর উপজেলা সংবাদদাতা ও নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সকালে সাব-রেজিষ্ট্রি অফিসে অতিরিক্ত ফি আদায় এর অভিযোগের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধমে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিলে ঐ অফিসের নৈশ্য প্রহরী শাহজামাল বুধু সোমবার ১৫ জুলাই বেলা ১১টায় মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিক জনি আহমেদকে বিভিন্ন অকথ্যভাষায় গালিগালাজ ও রেজিষ্ট্রি অফিসে আসলে তাকে মেরে ফেলে দেওয়া হবে বলে হুমকি প্রদান করে।
এছাড়া তাকে চাঁদাবাজ সাজিয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলেও হুমকি প্রদান করে।ভুক্তভোগী জনি আহমেদ জানান, সাংবাদিকতায় যখন থেকে এসেছি তখন থেকেই মাঝে মধ্যে এমন হুমকি পেয়ে অভ্যস্ত। তাই এখন আর এগুলো গায়ে লাগে না। কিন্তু এবারের বিষয়টি ভিন্ন। শাহজামাল বুধু নিয়ামতপুর উপজেলার বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ রয়েছে বলে নিজেকে দাবী করে। আমার কাছে ঘটনার সময়কার অডিও রেকর্ড করা আছে ।নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ আল মাহমুদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।