মঙ্গলবার (১৬ জুলাই) সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা গেটের সামনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, নীলফামারী সদর উপজেলা শিক্ষক মরহুম ক্বারী আবুল হোসেনের নিশংস ভাবে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন ।
কর্মসূচিতে নবাবগঞ্জ উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন । আহ্বানে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ , উপজেলা শাখা , নবাবগঞ্জ , দিনাজপুর । মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কল্যাণ পরিষদের নবাবগঞ্জ শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন , সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী , শিক্ষিকা মোছাঃ মনিরা তার বক্তব্যে বলেন শিশু ও গণশিক্ষা ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষক-শিক্ষিকা আমরা ইসলাম থেকে ঝরে পড়া যে বাচ্চারা কোরআন পড়তে পারেনা সেই বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেই , আমরা সত্যনিষ্ঠার সঙ্গে কাজ করি আমাদের মরহুম ক্বারী আবুল হোসেন ভাইকে নিশংস ভাবে হত্যা করা হয়েছে যেটা তার নিজ কর্মে যাওয়ার সময় এই কাজটি কেনো করা হয়েছে আর একটা আলেম-ওলামার যদি হত্যার পরে কোন বিচার না হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো ।
আমরা সৎ কাজ করে থাকি ভালো কাজ করে খাই এলাকায় আমরা এমনভাবে চলাফেরা করি অন্যরা আমাদের দোষ খুঁজে যেন না পায় যদি কেউ আমাদের দুটো কথা বলে আমরা হাসি দিয়ে চলে যাই ,তাহলে কেন আবুল হোসেন কে এভাবে জীবন দিতে হলো এর কোনো বিচার নেই আমরা চাই সারা বাংলাদেশের মানুষ আওয়াজ তুলুক কেনো একজন আলেম কে এভাবে জীবন দিতে হলো সুষ্ঠুভাবে এর বিচার চাই । আমরা সারা বাংলাদেশের যে আলেম ওলামা আছি এই গনশিক্ষার সাথে জড়িত আমরা মাসে মাত্র ( ৫০০০) হাজার টাকা বেতনেই সংসার চালাই যা নিয়ে সারা বাংলাদেশে কোথাও কোন প্রতি বাদ আন্দোলন কিছু করি না শুধু সরকারের দ্বারস্থ হই যে আমাদের সম্মাননা একটু বাড়িয়ে দেন , আমাদেরও ঘরে সন্তান আছে মন চায় ভালোভাবে তাদেরকে মানুষ করি । আশা করি সরকার এ বিষয়ে সু নজর দিবেন।