বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার গ্রামে মাদকসেবীদের অত্যাচার বেড়েই।চলছে।মাদকসেবিরা প্রতিনিয়ত মাদক সেবন করছে।জানা যায় প্রতিদিন তাদের ৫০০/৬০০ টাকার মাদকদ্রব্য কিনতে হয়।
তারা এমন বেপরোয়া হয়ে গেছে যে স্থানীয় লোকদের চোখের সামনে নেশা করে।তারা কাউকে ভয় পায়না।এমনকি নেশার টাকার জন্য দিনে দুপুরে চুরি করছে। গ্রামের মানুষ এদের অত্যাচারে সবসময় বাড়িতে তালা দিয়ে রাখছে।কারো পুকুরের মাছ চুরি, কারো বাঁশ বাগানের বাঁশ, ধান,আলু, টিউবওয়েল, মসজিদের মাইকের ব্যাটারী,গ্যাস সিলিন্ডার সহ যখন যা সুযোগ পাচ্ছে তারা এসব চুরি করছে।অনেকবার তারা ধরাও খেয়েছে কিন্তু বিভিন্ন কারনে তারা পার পেয়ে যাচ্ছে।
স্থানীয় একজন বলেন তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে।এসব বন্ধ করার জন্য প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছে।তাদের পরিবারের সাথে কথা বললে তারা বলে “আমরা নিরূপায়।” মান সম্মানের ভয়ে তাদের কেউ কিছুই বলতে চায়না।এসব যদি চলতে থাকে অতিশীঘ্রই এই গ্রামটা অন্ধকারে নিমজ্জিত হবে।তাই স্থানীয় প্রশাসনের কাছে একটাই চাওয়া এসব বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপই বয়ে আনতে পারে সুন্দর এক সমাজ।