ঝিনাইদহ জেলা ফুরসন্দী ইউনিয়নের ৬৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রী ও সাবেক ছাত্র-ছাত্রী একত্ব হয়ে প্রধান শিক্ষক ইলোরা ম্যাডাম ও ফিরোজ স্যারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন এ সময় তারা জানান আমাদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছে এবং আমাদের ইস্কুলের কাজের টাকা আত্মসাৎ করেছে তারা আরো বলেন স্কুলে ঠিকমত ক্লাস হয় না স্যারেরা ঠিকমতো আসে না কেউ আসে ১১ টায় কেউ আসে বারোটায় কেউ আসে একটাই স্কুলের যাবতীয় কাজ আমাদের দিয়ে করায় স্কুলের দপ্তার থাকা অবস্থায় আমাদের দিয়েই স্কুলের বাথরুম পরিষ্কার করে স্কুল ঝাড়ু দেওয়াই স্কুলে যাবতীয় কাজ আমাদের দিয়ে করাই ।
তারা বলেন আমরা কি স্কুলে কাজ করতে আসি আমরা স্কুলে আসি মানুষের মত মানুষ হবো পড়ালেখা করবো আমাদের দিয়ে ছাগলের মত খাটাই |
স্কুলে কোন টাকা পয়সা আসলে স্যারেরা খায়ে নাই কোন কাজ হয় না এবং নয় বছর ধরে স্কুলে কোন কমিটি নাই নতুন কমিটির জন্য আবেদন করছে এক বছর হতে চলল কমিটি দিচ্ছে না কেন আজকে দিব কালকে দিব এইসব বলে শুধু ঘুরায়আরো অনেক অভিযোগ দেন তারা ওই সময় তারা বলেন আমাদের এক দফা এক দাবি স্যারদের পদত্যাগ তাহলে সব সমস্যার সমাধান হবে এবং এদের সাথে এটিও জড়িত আছে আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমরা স্কুলে আসবো না ।
সাবেক ছাত্ররা জানান স্কুলে মাঝে মাঝে মারামারি বাদে আমরা এসে দেখি স্যারেরা স্যারেরা মারামারি করছে আমরা কিছু জানতে চাইলে তারা আমাদেরকে জানান না স্কুলে অভিভাবক যদি আসে তাহলে তাদেরকে অপমান করেন এবং ছাত্র-ছাত্রীদের কোন দাবি তারা শোনে না ছাত্র-ছাত্রীরা কিছু বললে তারা ছাত্রছাত্রীদেরকে হুমকি দেন স্কুল থেকে বিদায় করে দিবে পরীক্ষা আসলে ফেল করাই দিব এসব আরো অনেক কথা বলেন