বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামে অবস্থিত কুড়াহার ইসলামিয়া আলিম মাদ্রাসায় কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে অত্র মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রহমানের বিরুদ্ধে। তিনি দীর্ঘদিন ধরে এই মাদ্রাসার প্রধানের দায়িত্বে নিয়োজিত আছে।কিন্তু মাদ্রাসার বিভিন্ন খাত থেকে প্রাপ্ত আয়ের হিসাব কখনো সঠিকভাবে দিতে পারেনি।
গ্রামবাসীরা এ বিষয়ে বারবার তাগিদ দিলেও ক্ষমতার প্রভাবে সেগুলো ধামাচাপা পড়ে যায়।ম্যানেজিং কমিটি নিয়েও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা আত্মসাতের মত ঘটনাও ঘটেছে।আওয়ামী পন্থী ম্যানেজিং কমিটি গঠনের মাধ্যমে বারবার পার পেয়েছে। কিন্তু বর্তমানে দুর্নীতির বিরুদ্ধে সবাই আওয়াজ তুলেছ।বর্তমান ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও নতুন কমিটি গঠনে তার কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।এমনকি যখন গ্রামবাসীরা সার্বিক পরিস্থিতি জানতে চায় সেদিন থেকেই অধ্যক্ষ আবদুর রহমান অনুপস্থিত।
কোনো কারণ বা কোনো লিখিত স্টেটমেন্ট ছাড়াই দিনের পর দিন প্রতিষ্ঠানে অনুপস্থিত। এ বিষয়ে ভাইস প্রিন্সিপালের সাথে কথা বললেও সঠিক কোনে তথ্য দিতে পারেনি।স্থানীয়দের মতে পূর্বের দূর্নীতির হিসাব যেন না দিতে হয় সেজন্যই নতুন কমিটি গঠন করতে চায়না।সংংশ্লিষ্ট প্রশাসনের নিকট গ্রামবাসীর দাবি এরকম দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগ ও জনমতের ভিত্তিতে একটি কল্যাণমূলক কার্যকরী ম্যানেজিং কমিট গঠনের মাধ্যমে এই প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করা।