1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে এক নারী উদ্যোক্তার সফলতা

মোঃ সোহাগ
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের নারী ও পুরুষদের কর্মমুখী করার জন্য এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার প্রত্যয় নিয়ে।বাংলাদেশের বেকার নারী ও পুরুষের, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন করলে, তার ভবিষ্যৎ কর্মময় জীবন সমৃদ্ধ হবে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। এই পরিকল্পনা
বাস্তবায়নের জন্য পারভীন আক্তার গড়ে তুলেছেন কেয়ার স্কিলস্ ট্রেনিং ইনস্টিটিউট যা কারিগরি দক্ষতা শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। বহির্বিশ্বের চাহিদা অনুযায়ী বর্তমানে ব্যাপক জনপ্রিয় একটি কারিগরি দক্ষতা পেশা হচ্ছে কেয়ার গিভিং।

এটি একটি হেলথ কেয়ার সেক্টরের অন্তর্ভুক্ত সেবা মাধ্যম, একজন দক্ষ কেয়ারগিভার মানুষের অসুস্থকালীন অথবা প্রবীণ বয়সে প্রয়োজনীয় সেবা কার্যক্রম পরিচালনা করতে সক্ষম।কেয়ারগিভিং শিখে দেশে এবং বিদেশে চাকরির অনেক সুযোগ রয়েছে। বর্তমান সময়ের সম্ভাবনাময় একটি পেশা।প্রতিষ্ঠানদের চেয়ারম্যান জনাব পারভীন আক্তার বলেছেন এই কোর্সটি সকলের জন্য। সব বয়সী মানুষ করতে পারে বর্তমানে কেয়ারগিভিং পেশাটি দিনে দিনে চাহিদা বেড়েই যাচ্ছে।
গত আট মাসে প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০ জন নারী পুরুষ এই কোর্স সফলতার সাথে সম্পন্ন করেছেন এবং বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। মানুষের সেবা দিচ্ছেন এবং অর্থনীতিতে ভূমিকা রাখছেন।প্রতিষ্ঠানটি আদাবর থানার সন্নিকটে শিয়া মসজিদের পাশে, মোহাম্মদী হাউজিং সোসাইটি-১, ১৭ নম্বর বাড়িতে অবস্থিত।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com