1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

কুমিল্লার হোমনায় মর্মান্তিক হত্যাকান্ড

মোঃ সোহেল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

গত ০৪-০৯-২০২৪ইং বুধবার দিবাগত রাতে কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা উপজেলাধীন ঘাগুটিয়া ইউনিয়নের বড়-ঘাগুটিয়া গ্রামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ও তার ছেলে সন্তান সহ ৩ জনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।তারা হলেন ঐ গ্রামের বাসিন্দা শাহপরানের স্ত্রী অন্তঃসত্ত্বা মাহফুজা বেগম (২৫) ও তার ছেলে শাহেদ(৮) এবং পাশের বাড়ির তার মামাতো ভাসুর রেজাউল করিমের মেয়ে তিশা মনি(১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত মাহফুজা বেগম(২৫)ও তার ছেলে শাহেদ কে নিয়ে বাড়িতে থাকেন। তার স্বামী শাহপরান ঢাকায় একটি জুতা ফেক্টোরীতে চাকুরী করেন। বাড়িতে তার স্ত্রী মাহফুজা ছেলেকে নিয়ে একাই থাকেন।মাঝে মধ্যে রাতে তার মামাতো ভাই রেজজাউল করিমের মেয়ে তিশা মনি মাহফুজা বেগমের সাথে থাকতেন।
গতকাল বুধবার রাতে খাবার খাওয়ার পর শাহপরানের ঘরে তার কাকি মাহফুজার সাথে থাকতে আসে।কিন্তু ০৫-০৮-২০২৪ ইং বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে তিশা মনি বাড়ি না যাওয়ায় রেজাউল করিমের বাড়ির লোকজন তাকে খুঁজতে এসে ঘরের পিছনের খোলা দরজা দিয়ে দেখতে পায় খাটের উপর ৩ জনের মৃতদেহ পড়ে আছে। পরে দর্শনার্থীদের শোর চিৎকারে আশ পাশের লোজজন এসে ভীর জমায়।

পরে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি থানায় অবগত করলে সেনাবাহিনী সহ হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র এএস পি মীর মুহসীন মাসুদ রানা, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীনসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করেন। লাশ উদ্ধারের জন্য জেলা সদর থেকে সিআইডি টিম আসার সম্ভাবনা রয়েছে।ততক্ষনে সেনাবাহিনী পুরো বাড়ি নিয়ন্ত্রনে রেখেছেন।নিহত মাহফুজা বেগমের স্বামী শাহপরান জানান, আমি ঢাকায় থাকি। আমার স্ত্রী বাড়িতে থাকে। আমি বাড়ি না থাকলে মাঝে মধ্যে আমার ভাতিজি তিশা মনি রাতে আমার বাড়িতে থাকে। আজ সকালে খবর পেয়ে বাড়িতে আসছি। আমার সাথে কারোর কোন শত্রুতা নেই। সঠিত তদন্ত সাপেক্ষে আমি এর বিচার চাই।

এ দিকে নিহত তিশামনির বাবা মো. রেজাউল করিম বলেন, ‘ আমি দুলালপুর বাজারে ব্যবসা করি। তিশা মনি দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী, সে মাঝে মধ্যে রাতে আমার ফুফাতো ভাই শাহাপরানের ঘরে তার স্ত্রী সাথে রাতে থাকে। আজ বৃহস্পতিবার সকালে বাজারে চলে যাই। সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনার খবর শুনেতে পাই। আমার কারো সঙ্গে কোন শত্রুতা নেই। এই মূহুর্তে আমি কাউকে সন্দেহও করতে পারছি না।ওসি জয়নাল আবেদীন বলেন, সুরতহাল রিপোর্টে দেখা গেছে মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময়ে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।হোমনা মেঘনা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার( এএসপি) মীর মুহসীন মাসুদ রানা জানান, ঘটনাটি পূর্বশত্রুতা না প্রেম ঘটিত, এর কারন অনুসন্ধানের চেষ্টা চলছে। এসপি স্যার আসবেন পরে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com