কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে কয়রা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদী মার্চ পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় এ উপলক্ষে রালি শেষে তিনরাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহসিন আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক শরিফুল আলম, আঃ রউফ, গোলাম রব্বানী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাতুল, ডাঃ জাহিদ, মোতাসিম বিল্লাহ, আঃ গফ্ফার, নাজমুল হুদা,শিক্ষার্থী মেহেরাব হোসেন, জাবেদ, রুহান বিনতী রউফ, হৃদী আক্তার, নিশাত প্রমুখ। এ সময় সমাবেশে বক্তারা শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসার দাবি জানান। এ ছাড়া সকল হত্যাকান্ডের বিচার করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সরকারি বেসরকারি সকল অফিস আদালতের কর্মকর্তা কর্মচারিদের কে জনসাধারণের হয়রানি না করার জন্য হুশিয়ারি প্রদান করেন। কয়রার শান্তি শৃংখলা বজায় রাখার ক্ষেত্রে বক্তারা সকলের সহযোগিতা কামনা করেন।