1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫ জন

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

কেন্দুয়া – নেত্রকোনা সড়কের মাইজকান্দি নামক স্থানে শনিবার বিকালে দাঁড়িয়া থাকা ট্রাকের সাথে সিএনজি সংর্ঘষে এখলাছ উদ্দিন (৭০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় সিএনজি চালকসহ ৫ জন মারাত্নক আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতদের মাঝে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের সেলিম মিয়া (৫৫), লাল মিয়া (৬০) এবং সিএনজি চালক মুখলেছ মিয়া (৪৫)। বাকি ২ জনের পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

নিহত এখলাছ উদ্দিন ভূঁইয়া উপজেলার মাসকা ইউপির রায়পুর গ্রামের বাসিন্দা এবং মাসকা ইউনিয়ন জামায়াতে ইসলামের নেতা।জানা গেছে, তারা শনিবার সিএনজিযোগে নেত্রকোনায় জামায়াতে ইসলামীর কর্মি সমাবেশে যোগদান করতে গিয়ে ছিলেন। আসার পথে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের মাইজকান্দি এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে তাদের বহন করা সিএনজির সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এখলাছ উদ্দিন ভূঁইয়াকে মৃত ঘোষনা করেন এবং চালকসহ ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রেফারকৃতদের ২ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com