1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৪৫ টি ভারতীয় মোবাইলসহ একজন আটক কয়রায় ইসলামী শিক্ষার আলোকবর্তিকা: রহিমিয়া জামে মসজিদ, মাদ্রাসা ও ইয়াতিমখানার শুভ উদ্বোধন দলে অনুপ্রবেশ ও ফ্যাসিষ্ঠ ঠেকাতে কচাকাটায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা মোঃআবুসাঈদ ইসলাম জেলা প্রতিনিধি কুড়িগ্রাম জয়পুরহাটের আক্কেলপুরে অর্থ আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবস্থাপক রিজওয়ানা ফারজানা আবার গ্রেপ্তার নিয়ামতপুরে উপজেলা মাসিক ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত চীনের দেয়া ১০০০ শয্যা হাসপাতাল নীলফামারী দারোয়ানি মাঠে হওয়ার যৌক্তিক দাবি ড. খায়রুল আনামের বানারীপাড়ায় বস্তার নিচে চাপা পড়ে আড়াই বছরের শিশু আল মাহমুদের মর্মান্তিক মৃত্যু গলাচিপা-চিকনিকান্দি সড়কের বেহাল দশা টাংগাইলের নাগরপুরে বালু মহলে অভিযান আটক ১ পোপ ফ্রান্সিস এর মৃত্যু

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন নওগাঁ জেলা আ’লীগের সভাপতি আব্দুল মালেক

মোঃ সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি আব্দুল মালেক ইন্তেকাল করেছেন।সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৪) বিকেল সাড়ে ৪ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে আব্দুল মালেকের বয়স হয়েছিলো প্রায় ৭৭ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।সাবেক এমপি আব্দুল মালেক দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগসহ বিভিন্ন দূরাগ্যে ব্যাধিতে আক্রান্ত ছিলেন। অসুস্থ্য ও বার্ধক্য জনিত কারনে তিনি নওগাঁ উকিল পাড়ায় নিজ বাসায় ছিলেন। সপ্তাহ খানেক আগে শারীরীক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।আব্দুল মালেক রাজশাহী শহরে ১৯৪৭ সালে জন্ম গ্রহন করেন। বাবা ছিলেন রেলওয়ের স্টেশন মাষ্টার। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ১৯৭১ সাথে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে গেরিলা ইউনিট কমান্ডার হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের একত্রিত করে তিনি ‘মুক্তিযোদ্ধা ৭১’ নামে একটি সংগঠন খুলেছিলেন এবং এর সভাপতির দ্বায়িত্ব পালন করেন। ১৯৭৭ থেকে এক বছর নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে জেলা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্তহোন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।১৯৬২ সালে ছাত্র লীগযুক্ত হওয়ার মধ্যদিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। রাজনীতি করার কারনে ১৯৭৫ সালে কারাগারে ছিলেন।জনগনের ভোটে নির্বাচিত হয়ে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত আব্দুল মালেক নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন। ২০১৩ সালে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যুর পর নওগাঁ-৫ সদর আসন থেকে তিনি নৌকার মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হোন।

২০২৪ সালে থেকে জেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতির দ্বায়িত্ব পালন করে আসতে ছিলেন।এদিকে আব্দুল মালেকের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যাক্তিরা গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার মরহুমের প্রথম জানাজার নামাজ তার নিজ গ্রাম চন্ডিপুর সকাল আটটায় ও দ্বিতীয় জানাযার নামাজ সকাল ১০ টায় নওগাঁ এ টি এম মাঠে অনুষ্ঠিত হয় মরহুমের জানাজা নামাজে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান নয়ন, রানীনগর ওআত্রায়ের সাবেক সংসদ সদস্য সুমন, মান্দার সাবেক সংসদ সদস্য গামা, সহ যুবলীগ, কৃষকলীগ,ছাত্র লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জানাজা শেষে নওগাঁ কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com