নেএকোনা -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক দুই এমপি সহ তিন জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী তিন জন হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নবম জাতীয় সংসদ সদস্য, ডাকসু নেতা এবং বতর্মান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মন্জুর কাদের কোরাশী, সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ দশম জাতীয় সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সহ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন ।
এদের মধ্যে নবম জাতীয় সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাশী আটাপাড়া উপজেলা সহ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান এবং দশম জাতীয় সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং কেন্দ্রীয় ছাএলীগের সাবেক সহসভাপতি এডভোকেট আব্দুল মতিন কেন্দুয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন ফরম জমা দেয়ার পর সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু তার প্রতিক্রিয়ায় বলেন আজ থেকে এক নতুন যুদ্ধ শুরু হলো, এই যুদ্ধ আপনার আমার, আমাদের সকলের। কারোর একার পক্ষে ঐ যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়।
আমরা এক উন্নত ও দুর্নীতি মুক্ত কেন্দুয়া-আটপাড়া দেখতে চাই। তাই, সেই প্রত্যয় নিয়ে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে যুদ্ধের প্রস্তুতি নিন এবং নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম গড়ে তুলুন। এ সময় তাদের অনুসারী নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।