দিনাজপুরে একমাত্র মালিকানাধীন সেতাবগঞ্জ সুগার মিল চালুতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেন ছাত্র জনতা । সকালে সুগার মিলের গেটে ছাত্র জনতা ব্যবসায়ী এবং আখ চাষিরা মিলটি চক্রন্তমূলকভাবে বন্ধ করা হয়েছে বলে দাবি করে বলেছেন মিলের নিজস্ব চাষযোগ্য জমি রয়েছে ৩৮০০ একর এর বেশি কৃষক আবাদ করে ২১০০ একর জমি।
অথচ ৯০ দিনে চিনি উৎপাদন করতে লাগে ৪৫০০ একর জমি।এ সময় বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক ও আহ্বায়ক বাপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে পরে রেলি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়েছে পরে উপজেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।