নীলফামারী জেলার, ডোমার উপজেলার, বোড়াগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে ল্যাম্প প্রকল্পের আওতায় বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধান ও সহযোগিতায় শিগগিরই চালু হতে চলেছে গর্ভবতী মায়েদের সন্তান প্রসব কার্যক্রম। এই কার্যক্রমটি চালু হলে উপকৃত হবে বোড়াগাড়ী ইউনিয়নের বিশাল বড় জনপদ, স্বাস্থ্য ঝুকি ও অর্থ খরচের হাত থেকে বাঁচবে সাধারণ জনগণ।
বোড়াগাড়ি ইউনিয়নের বাসিন্দা দুলালি আক্তার (৩৮) দৈনিক দেশ বুলেটিনকে বলেন আগে এই স্বাস্থ্য কেন্দ্রে নরমাল ডেলিভারি করা হতো, কয়েক বছর আগে সেটা বন্ধ হয়ে যায়, যার কারনে আমরা গর্ভবতী মায়েরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, নরমাল ডেলিভারি কার্যক্রম শুরু হলে আমরা অনেক সমস্যা থেকে মুক্তি লাভ পাবো । বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বলেন আমরা ইউনিয়ন পরিষদ থেকে দুইজনকে নিয়োগ দিব এই স্বাস্থ্যকেন্দ্রে নারীদের নরমাল ডেলিভারির জন্য এবং স্বাস্থ্য সেবা সবার ঘরে, ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ সব ধরনের সহযোগিতা করবো।
ডোমার মেডিকেল অফিসার ডা: মিনহাজুল আলম বলেন গর্ভবতী নারীদের নরমাল ডেলেভারির জন্য বোড়াগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে সরঞ্জাম এবং ওষুধের ঘাটতি গুলো আমরা সরকারিভাবে পূরণ করব। বেশ কয়েক বছর আগে বোড়াগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী নারীদের নরমাল ডেলেভারি করা হতো কিন্তু বিভিন্ন জটিলতায় সে কার্যক্রম বন্ধ হয়ে যায় পরে বোড়াগাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন এবং ল্যাম্পের সহযোগিতা তা আবারো চালু হতে চলছে।