৯ই ডিসেম্বর ককসবাজারের মহেশখালী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে, উপজেলা পরিষদের সামনে ঐতিহাসিক বটতলায় দিবসটি পালিত হয়।মহেশখালী কলেজের অধ্যাপক আশিষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় দিবসটি পালিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা।
আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সবুজ কুমার দে,উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ এবং বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদসহ বিভিন্ন শ্রেণীর নাগরিক ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।
“দূর্নীতিকে না বলুন”এ শ্লোগানকে সামনে রেখে তারা দূর্নীতি বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।শিক্ষার্থীদের হাতে দূর্নীতি বিরোধী বিভিন্ন ধরনের প্লেকার্ড, প্যাষ্টুন ইত্যাদি দেখা যায়।ব্যানারে দূর্নীতি বিরোধী অভিযোগ কেন্দ্রের হঠ লাইন নং ১০৬ লেখা ছিল।
প্রধান অতিথির বক্তব্যে মীকি মারমা বলেন দূর্নীতি আমাদের প্রত্যেক স্তরে ছড়িয়ে গেছে, নৈতিকতা বিরোধী কাজই হলো দূর্নীতি, ধর্মীয় অনুশাসন পরিপালনের মাধ্যমে দূর্নীতি প্রতিরোধ সম্ভব।
বক্তারা বলেন
যেখানেই দূর্নীতি সেখানেই প্রতিরোধ, দূর্নীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহবানও জানান তারা।