“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালী, দম্পতি , সম্মাননা, বাইসাইকেল প্রদান ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তালা মহিলা বিষয়ক অধিদপ্তর ও তালা উপজেলা প্রশাসনের আয়োজনে।
গতকাল শনিবার ( ৯ ডিসেম্বর ) সকাল ১০টা সময় তালা উপজেলা মাঠ হতে র্যালী যোগে তালা শিল্পকলা একাডেমি আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে ও তালা মহিলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এর সঞ্চালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমায় ও তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন প্রমুখ।অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিদের পুরস্কার বিতরণ, আদর্শ দম্পতি সম্মাননা এবং বাল্য বিবাহ হতে রক্ষা পাওয়া ১০ জন কিশোরীকে বাইসাইকেল প্রদান করা হয়।