1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ব্যবসায়ীদের অঙ্গীকার: পলিথিন-প্লাস্টিক দূষণ রুখতে একাট্টা হওয়ার বার্তা উপজেলা রামগতিতে অবৈধ ইটভাটার রমরমা ব্যবসা মোংলায় বজ্রপাতে মৃত্যু এক নির্ভীক কলম সৈনিক সাংবাদিক আবু হাসানের মৃত্যু মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে যুবকের কারাদণ্ড আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েছে চালের দাম,বিপাকে পাইকাররা পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী আটক গাজীপুরের পিরুজালীতে জোরপূর্বক গাছ কর্তন ও বিক্রির অভিযোগ শূন্য রেখায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ও বিজিবি’র বাধা প্রদান বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ

নাটোরের বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম 
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, দোকান ভাংচুর ও গর্ভবতীসহ দু’জন নারীকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিকারসহ নিরাপত্তা বিধান এবং দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীরা।
শনিবার উপজেলার বনপাড়া পৌরসভার নতুন বাজার সংলগ্ন কালিকাপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্যাতিত গৃহবধু মোছাঃতানিয়া বেগম। এ সময় অন্যান্যের মধ্যে সমাজসেবক আব্দুল কুদ্দুস ও শাহ আলম, ব্যবসায়ী আলাউদ্দিন, তানিয়ার জা জেরিন বেগম ও মাজেদা বেগম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তানিয়া বেগম বলেন, তার শ্বশুর নুরু মুন্সী দীর্ঘদিন যাবৎ কালিকাপুর মৌজার ২৩৭০ হাল দাগের ৪৪ শতাংশ জমির মালিক হিসাবে ভোগদখল করে আসছেন। কিন্তু কিছুদিন যাবৎ তার শ্বশুর নুরু মুন্সী ও স্বামী শরীফুল ইসলাম কারাগারে থাকায় পার্শ্ববর্তী মহিষভাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আসাদুজ্জামান ওই জমির ১০ শতাংশ নিজের বলে দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন।
এ ঘটনায় মামলা করলে আদালত সেখানে ১৪৪ ধারা জারী করে। কিন্তু গত বুধবার আসাদুজ্জামান প্রায় শতাধিক লোক নিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় সে জমিতে ঘর তুলতে যান। এ সময় বাধা দিলে তানিয়া বেগম ও তার গর্ভবতী জা’ রিনা বেগমকে পিটিয়ে আহত করে তারা। রিনা বেগম বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে, অভিযুক্তরা অদ্যাবধি নানাভাবে প্রাণনাশের হুমকি দেয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। তারা অবিলম্বে দায়ীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
তবে অভিযুক্ত আসাদুজ্জামান জানান, আমি এখানে ১০ শতাংশ জমি কিনেছি। আমার সকল কাগজপত্র রয়েছে। আমার লোকজন কাউকে মারপিট করেনি। বরং তারাই আমার লোকদের মেরেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com