নোয়াখালীর কবিরহাটে নৈশপ্রহরীকে হত্যা করে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে ডাকাতি হওয়া স্বর্ণ, রৌপ্য, নগদ টাকা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ ০৫ ডাকাত ও ০২ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ ।
মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার চাপ্রাশির হাট বাজারে চাঞ্চল্যকর ডাকাতি ও খুনের ঘটনার রহস্য উদঘাটন করে ৫ ডাকাত ২ সহযোগী সহ মোট ৭ আসামীকে গ্রেপ্তার করে লুণ্ঠিত ৬০ ভরি সোনা, ১৬০ ভরি রূপা ও নগদ ৩৫০,০০০/- টাকা উদ্ধার করেছে পুলিশ।
আজ সকাল ১০ ঘটিকার সময় নোয়াখালী জেলার পুলিশ সুপার, সহিদুল ইসলাম পি পি এম. সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। প্রদান আসামি , স্বর্ণ, নগদ টাকাসহ সহযোগি আসামিদের কে গতকাল লক্ষীপুর কমলনগর থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ৭ আসামী:
১) মোঃ নোমান (৩৫) কমলনগর, লক্ষীপুর।
২) মোঃ শাহাদাত হোসেন (৩২) নদনা, সোনাইমুড়ি, নোয়াখালী।
৩) মোঃ সাদ্দাম হোসেন জিতু (৩০) বজরা, সোনাইমুড়ি, নোয়াখালী।
৪) সালাউদ্দিন (৩২) করিমপুর-চৌমুহনী, বেগমগঞ্জ, নোয়াখালী।
৫) মিজানুর রহমান রনি (৩৬) মোশারফ বিএসসির বাড়ি, জনুদপুর, কবিরহাট, নোয়াখালী।
৬) সুজন হোসেন (২৭) কমলনগর, লক্ষীপুর।
৭) কৃষ্ণ-কমল সরকার (৩২) কমলনগর, লক্ষীপুর।