১৫৯ নেত্রকোনা-৩ আসনে (আটপাড়া কেন্দুয়া নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল নৌকার বিজয় নিশ্চিত করতে জন্মভূমি সান্দিকোনায় সকলের কাছে নৌকায় ভোট চাইলেন। রবিবার সন্ধ্যা ৬টায় সান্দিকোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আওয়ামীলীগের মতবিনিময় সভায় এ ভোট চান তিনি।
এ সময় তিনি বলেন, এই সান্দিকোনার ধূলোমাটি মেখেই বড় হয়েছি। এই মাটির ঋণ কোন দিন শোধ করতে পারব না। সান্দিকোনার সন্তান হিসাবে বিগত ৫ বছর জাতীয় সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে সব মানুষের আশা ও উন্নয়ক কর্মকান্ডে চাহিদা পূরণ করতে পারিনী। এতে এই সময়ে যতটুকু সফলতা এসেছে ততটুকু সমগ্র সান্দিকোনা বাসীর আর যতটুকু ব্যর্থতা সবটুকুই আমার।
চাকুরী বা কোন কাজ পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেই নি। যা পারব তা করেছি যা পারব না তা না করে দিয়েছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুদানের চেক আগে ঢাকা থেকে গিয়ে আনতে হতো।
এতে অনেকেরেই মনে কষ্ট আছে। সেই কষ্ট বিষয়টি প্রথমবার এমপি হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে বুঝেছি। আপনাদের ভোটে যদি আবার মহান সংসদে যেতে পারি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকলের মনের কষ্ট দূর করার জন্য প্রাণপণ চেষ্টা করব। তাই আপনাদের কাছে করজোরে অনুরোধ রাখছি অতীথের সব ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে বসাতে সকলে মিলেই নৌকায় ভোটদিন। নৌকা মার্কাকে জয়যুক্ত করুন। মনে রাখবেন যতদিন শেখ হাসিনার হাতে দেশ, তত দিন পথ হারাবেনা বাংলাদেশ।