নরসিংদীর মনোহরদীতে উপজেলা শিক্ষা অফিস,মনোহরদী কর্তৃক আয়োজিত শুক্রবার(১৫ ই ডিসেম্বর)খিদিরপুর ইউনিয়নে অবস্থিত ২৪ নং চর আহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব হাছিবা খান মহোদয়ের সভাপতিত্বে উপজেলাধীন ৪ টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ তলা ফাউন্ডেশনে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন সংক্রান্ত আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।
উক্ত অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের কৃতি সন্তান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর সম্মানিত সচিব,জনাব ফরিদ আহাম্মদ।প্রধান অতিথির বক্তব্যে তিনি,প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।আলোচনা পর্ব শেষে ৫ তলা ফাউন্ডেশনে ৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন,অনুুষ্ঠানের প্রধান অতিথি,প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রনালয় এর সম্মানিত সচিব,জনাব ফরিদ আহাম্মদ।বিদ্যালয়গুলো হলো,২৪ নং চর আহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় ও ৩য় তলা,২৫ নং এল.কে ইউনিয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় তলা,১৯ নং পীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় ও ৩য় তলা এবং ৩৭ নং চরগোহাল বাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় তলা ভবন নির্মাণ।এ সময় ঢাকা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার,জনাব ইকবাল হোসেন বিপিএম এবং সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।