1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে রাবি শিবির সভাপতির ৩ প্রস্তাব ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময় সভা জামালপুরে মির্জা আজম সহ ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের বৈষম্যবিরোধী হামলা মামলায় নড়াইলে আ’লীগের সভাপতিকে কারাগারে প্রেরণ ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য সুলভ মুল্যে জনগণের মাঝে বিক্রির জন্য পঞ্চগড়ে ন্যায্য মুল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যাওয়ার ট্রাভেল পাস যেইভাবে পাবেন বেরোবিতে ” গ্রিন ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস” কর্মসূচি পালিত বর্ণিল আয়োজনে ফরিদগঞ্জে বিউটিফুল ধানুয়ার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এগার কলেজে নতুন অধ্যক্ষ উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন: উপাচার্য

ফরিদপুরে দ্রুত বিচার আইনের মামলায় ছাত্রলীগ নেতা রিহাদ গ্রেফতার

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে
ফরিদপুরে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রাজিব হোসেন রিহাদকে (৩৫) গ্রেফতার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে রাজবাড়ী জেলা সদর থেকে তাকে আটক করা হয়।বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে রিহাদকে কারাগারে পাঠানো হয়েছে।জানা যায়, রাজিব হোসেন রিহাদ ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা এলাকার কাদের শেখের ছেলে। রিহাদ ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের অনুসারী ছিলেন। রাজিব হোসেন রিহাদ ফরিদপুরের রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলা তদন্তকারীর কর্মকর্তা এস আই ফাহিম ফয়সাল জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু গত ২৫ সেপ্টেম্বর ৩০ জনের নাম উল্লেখ করে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ১৬ নং আসামী রিহাদ। গোপন তথ্যে রাজবাড়ি সদর থেকে ভোর সাড়ে ৬ টায় তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়। পরে দুপুরে রিহাদকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, এই মামলার অন্য আসামীদেরও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।মামলার বাদী মো: মোজাম্মেল হোসেন মিঠু জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ফরিদপুরের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা ত্রাস সৃষ্টি করে রেখেছিল। জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু সহ একাধিক ছাত্রলীগ যুবলীগের নেতারা আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেয় আমার ওপরে শারীরিক নির্যাতন ও মারপিট করে জখম করে। তিনি আরো জানান, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ তারা রিহাদকে আটক করেছে। আমি প্রশাসনকে অনুরোধ করব দ্রুততার সহিত বাকি আসামিদের আইনের হেফাজতে আনার জন্য।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com