আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫ টি আসনে ৩৩ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার(১৮ ই ডিসেম্বর)সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড.বদিউল আলম।
প্রতীক পাওয়াদের মধ্যে নরসিংদী(সদর)-১ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে রয়েছেন,আওয়ামীলীগ মনোনীত নজরুল ইসলাম হীরু(নৌকা),স্বতন্ত্র কামরুজ্জামান কামরুল(ঈগল),জাতীয় পার্টির,মোঃওমর ফারুক(লাঙ্গল),বাংলাদেশ তরীকত ফেডারেশনের মোঃছবির মিয়া(ফুলের মালা),স্বতন্ত্র মোঃজাকারিয়া(ট্রাক),তৃণমূল বিএনপির মোঃজলিল সরকার (সোনালী আঁশ),বাংলাদেশ সুপ্রীম পার্টির শাহজাহান মিয়া (একতারা),বাংলাদেশ কংগ্রেস এর মোঃইকবাল হোসেন ভূঁইয়া(ডাব)।নরসিংদী-২(পলাশ) আসনে ৪ জন প্রার্থী হলেন,আওয়ামীলীগ মনোনীত,আনোয়ারুল আশরাফ খান(নৌকা),স্বতন্ত্র আফরোজা সুলতানা (দোলনা),জাতীয় পার্টির এএনএম রফিকুল ইসলাম সেলিম (লাঙ্গল) ও স্বতন্ত্র মোঃমাসুম বিল্লাহ (ঈগল)। নরসিংদী-৩(শিবপুর)আসনে ৮ জন প্রার্থী হলেন,বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত,ফজলে রাব্বী খান(নৌকা) স্বতন্ত্র মোঃ সিরাজুল ইসলাম মোল্লা(ঈগল),জাতীয় পার্টির মনোনীত এএসএম জাহাঙ্গীর পাঠান(লাঙ্গল),ন্যাশনাল পিপলস পার্টির মোঃআলতাফ হোসেন(আম),বাংলাদেশ সুপ্রীম পার্টির মিরানা জাফরিন(একতারা),ইসলামী ঐক্যজোটের মোঃনূরুজ্জামান (মিনার),গণফোরামের মাহফুজুর রহমান (উদীয়মান সূর্য),তৃণমূল বিএনপির সুশান্ত চন্দ্র বর্মন(সোনালী আঁশ)। নরসিংদী-৪(বেলাব-মনোহরদী)আসনে ৪ জন প্রার্থী হলেন,আওয়ামীলীগ মনোনীত নূরুল মজিদ মাহমূদ হুমায়ন(নৌকা),স্বতন্ত্র সাইফুল ইসলাম খান বীরু(ঈগল),জাতীয় পার্টির মোঃকামাল উদ্দীন(লাঙ্গল),বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এমদাদুল হক ভূলন(ছড়ি)।নরসিংদী-৫(রায়পুরা)আসনে ৯ জন প্রার্থী হলেন,বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত রাজিউদ্দীন আহমেদ রাজু(নৌকা),স্বতন্ত্র মিজানুর রহমান (ঈগল),জাতীয় পার্টির মোঃশহীদুল ইসলাম (লাঙ্গল),স্বতন্ত্র মোঃসোলায়মান খন্দকার(কাচি),ইসলামী ঐক্যজোটের মুফতি আব্দুল কাদের মোল্লা(মিনার),বাংলাদেশ কংগ্রেস এর মমতাজ মহল(ডাব),গণফ্রন্টের নাজমুল হক শিকদার (মাছ),বিএনএফ এর মোঃবিটু মিয়া (টেলিভিশন) এবং জাসদ এর মাহফুজুর রহমান (মশাল)।
প্রতীক বরাদ্দ দেওয়ার পর নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীদের নির্দেশনা প্রদান করেন জেলা রিটার্নিং অফিসার।প্রতীক বরাদ্দ পাওয়ার পর উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা শুরু করার কথা জানান দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা।প্রতীক বরাদ্দ পাওয়ায় দলীয় নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।