বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগতি কমলনগর অঞ্চলে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিন ব্যাপী কর্মী টিসি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২নভেম্বর) হাজির হাট হামিদিয়া কামিল (এম এ)মাদ্রাসার হলরুমে লক্ষ্মীপুর জেলা সহ-সভাপতি মাওলানা হুমায়ুন কবির সাহেবের পরিচালনায় এবং জেলা,নির্মান শ্রমিকের সভাপতি ডাঃ মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী টিসি-তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এড.আতিকুর রহমান । প্রশিক্ষণকালে তিনি কর্মীদের মান উন্নয়নের লক্ষ্যে বাস্তবভিত্তিক ভূমিকা পালন করার আহ্বান জানান।তিনি বলেন শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সকল নেতা কর্মীকে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে,যেখানে শ্রমিক নির্যাতন হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি জনাব মমিন উল্যাহ পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ নুর উদ্দিন মাহমুদ।উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের। মাওলানা আব্দুর রহিম,মাষ্টার জামাল উদ্দিন,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কমলনগর উপজেলার সভাপতি জনাব ইব্রাহিম শামীম হাওলাদার,জাফর আহমদ, ডাঃইউনুস ও শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগতি কমল নগর উপজেলার নেতৃবৃন্দ।