ঠাকুরগাঁও জেলার হরিপুরে জমি জায়গা দখল নিয়ে ১জন নিহত ও আহত হয়েছেন ১৫ জনের মত। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কারিগাঁও মৌজায় আদিবাসী ও স্থানীয় বাঙ্গালীদের মধ্যে প্রায় ৪০ বিঘা জমি নিয়ে অনেক বছর ধরে বিরোধ চলছিল। গত ২৭/১১/২৪ ইং রোজ বুধবার সকাল ১১.০০ টা সময় ৪নং ডাংগীপাড়া ইউনিয়নের শিহিপুর দামোল গ্রামের আদিবাসিরা তাদের লোকজন নিয়ে ৫নং হরিপুরের কারিগাঁও মৌজার জমিতে ঘর নির্মাণ করেন। এতে ভোগদখলে থাকা স্থানীয় বাঙালিরা বাধা দেয়। এতে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষ। এক পর্যায়ে কান্দন সরেন নামে এক আদিবাসী ঘটনা স্থলে নিহত হন। এতে সংঘর্ষ আরো তীব্র হলে আহত হয়েছেন ১৫ জনের মত। নিহত কান্দন সরেন কে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ও আহতদের মধ্যে কয়েকজন কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনা স্থলে থাকা এক আদিবাসী জানান আমরা দুই দুইবার কোর্ট থেকে রায় আনার পরেও তারা জমি দখল ছাড়েনি আমরা বাধ্য হয়ে জমি দখলে যায় এবং এই ঘটনা ঘটে। মৃত কান্দন সরেন এর পরিবারের এক সদস্য জানান আমরা রেকর্ডিও সূত্রে জমির মালিক যার কাগজ আমাদের কাছে রয়েছে কিন্তু গায়ের জোরে তারা জবর দখল করে খাচ্ছে। এই ঘটনার আমরা সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার চাই।