1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৬ মে ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন মাধবদীতে শিশু অপহরণের ৫ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার এবং গ্রেপ্তার দুইজন নেত্রকোনায় সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত নিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কয়রায় জমি জবরদখল ও মিথ্যা মামলার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন বগুড়ায় ৩দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন কয়রায় ভূমি মেলার উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় শহীদ পরিবারের সদস্যদের হাতে সরকারের পক্ষ থেকে ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: প্রতিবাদে উত্তাল পোড়াবাড়ি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- ২ আসনের নৌকা প্রার্থী জাহিদ আহসান রাসেলের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে

আনন্দ রায়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৬ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- ২ আসনের নৌকা প্রার্থী জাহিদ আহসান রাসেলের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা প্রকম্পিত হয়ে উঠে। হাজার হাজার মানুষ নৌকা প্রতীকের মিছিল নিয়ে উপস্থিত হয় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ড আওয়ামি লীগ নেতা ও শেখ রাসেল শিশুকিশোর পরিষদের সাবেক মেট্রো থানার সভাপতি জাহাঙ্গীর আলম জিকু মঙ্গলবার বিকেলে বিশাল এক মিছিল নিয়ে আসে। শতশত কর্মী নিয়ে শহীদ তাজউদ্দীন হাসপাতাল থেকে মিছিল নিয়ে গাজীপুর প্রেসক্লাব, রাজবাড়ী রোড হয়ে জাহিদ আহসান রাসেলের পথসভায় যুক্ত হন।

এসময় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসে নেতাকর্মীরা। পরে মিছিলটি শিববাড়ি হয়ে আবারও দলীয় কার্যালয়ে আসে। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা। তারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আগামী ৭ ই জানুয়ারি জাহিদ আহসান রাসেলকে জয়লাভ করানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জাহাঙ্গীর আলম জিকু বলেন, আমরা জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে সবাই একযোগে কাজ করছি।

গাজীপুর হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। প্রতিবারের মতো এবারও গাজীপুর ২ আসনে বিপুল ভোটে জয়লাভ করবে নৌকা মার্কা। কোন অপশক্তি নৌকার গণ জোয়ার ঠেকিয়ে রাখতে পারবে না৷ ভোটের মাধ্যমে সকল জল্পনা কল্পনার জবাব দেওয়া হবে।

প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, হাজার হাজার নেতাকর্মী, আপনারা আমাকে ভালোবাসেন। আপনারা আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা ভোট চাইবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর সদর মেট্রো থানার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল হাদী শামিম, জেলা পরিষদের প্যানেল মেয়র আরিফ হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনা, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত মল্লিক বাবু, রাহাপাড়া গ্রাম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিন ভান্ডারী, কাজিম উদ্দিন, শরিফ, সাত্তার, শাহজাহান, স্বপন, মমিন, মোক্তার হোসেন ঢালি,এ বি এম নাসির সহ আরও অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com