চট্টগ্রাম-১২ পটিয়া আসনের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী আবারো দলীয় নেতা কর্মীদের তোপের মুখে পড়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে প্রচারণা করতে গেলে নৌকা সমর্থিত দলীয় নেতাকর্মীরা পটিয়ার তিনবারের এমপি সামশুল হক চৌধুরীকে ভুয়া, ভুয়া বলে স্লোগান দেন। এক পর্যায়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ঈগলের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
জানা যায়, পটিয়া-১২ সংসদীয় আসনে তিন বারের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী এবার দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পাননি। এ আসনে দল থেকে মনোনয়ন দিয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে। মনোনয়ন বঞ্চিত সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দলটির তৃণমুল পর্যায়ের নেতাকর্মীরা।ফলে দ্বিতীয়বারের মতো পটিয়া এসে সামশুল হক চৌধুরী প্রচারণায় গেলে তোপের মুখে পড়েন।
সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়,তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায়।ভোট কেন্দ্রে গিয়ে তারা যেন নির্দ্বিধায় ভোট প্রদান করতে পারেন এই আশা ব্যক্ত করেছেন।