২৩শে ডিসেম্বর দেশের অন্যতম বৃহত্তম সালের মোকামে নিরাবচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহে কুষ্টিয়ার খাজানগরে ৩৩/১১কেভি বিদ্যুৎ এমভিএ উপকেন্দ্রের শুভ উদ্বোধন করেন মোঃ হাবিবুর রহমান বিপিএএ সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগ (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়)।
এই উপকেন্দ্র উদ্বোধনের সময় খাজানগরের মিল মালিকগণ তাদের সমস্যার কথা প্রধান অতিথির কাছে তুলে ধরেন। মিল মালিকদের সমস্যার কথাগুলো প্রধান অতিথি মনোযোগ সহকারে শোনেন এবং তাদের সমস্যার সমাধানের জন্য তাদের সাথে পুনরায় বসবেন বলে মিল মালিকদের আশ্বস্ত করেন। ,এমভিএ উপকেন্দ্র স্থাপন করার কারণে লোডশেডিং থাকবে না বলে প্রধান অতিথি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান জানান।
এছাড়াও ওজোপাডিকোলিঃ এর চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান তার বক্তব্য বলেন, আমার অধীনস্থ সকল কর্মকর্তাগন কাঁজের প্রতি যথেষ্ট আন্তরিক এবং অত্যন্ত দক্ষ। তারা সব সময়ে গ্রাহক বান্ধব। বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহান-ই শবনম তত্ত্বাবধায়ক হিসাবে যোগদান করার পর থেকে কঠোর পরিশ্রম করে উপকেন্দ্রটি সরেজমিনে সারাক্ষণ দেখভাল করেন। মিলমালিগন জানান, এমভিএ উপকেন্দ্রেটি বাস্তবায়নে ব্যাপক পরিশ্রম করেছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহান-ই শবনম ।
তারা আরো জানান,এই তত্ত্বাবধায় প্রকৌশলী আমাদের নতুন নতুন লাইন এবং বিদ্যুৎ সমস্যা দ্রুত সমাধান করতে তার ভূমিকা ছিল অপরিসীম। তবে এই কথা সত্য যে, কুষ্টিয়া ওজোপাডিকোলিঃ এর নির্বাহী প্রকৌশলী মোঃ ফজলে রাব্বী কবুরহাট এমভিএ উপকেন্দ্র অনেকবার সরেজমিন এসে কাজের অগ্রগতি দেখভাল করেছেন । চেষ্টা করেছেন ওজোপাডিকোলিঃ এর সকল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয় ।আর এই উপকেন্দ্রটি বাস্তবায়ন করেন ওয়েষ্ট জোন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও আপগ্রেডেশন প্রকল্প।আর উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছেন আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেড।
এই উপকেন্দ্র নির্মাণের ফলে খাজানগরের মিল মালিকগণ যে সুবিধাগুলো পাবেন সেগুলো হলো আধুনিক প্রযুক্তির অটোমেশন রয়েছে। এছাড়াও দুইটি সোর্স লাইন এর মাধ্যমে আলাদা গ্রিড(কুষ্টিয়া, চুয়াডাঙ্গা) হতে বিদ্যুৎ সরবরাহের সুযোগ রয়েছে। ফলে গ্রিড টু গ্রেট এবং জেলা টু জেলা বিকল্পভাবে বিদ্যুৎ সরবরাহের সুযোগ রয়েছে। ১১কেভি লিংক ফিডার রয়েছে ফলে নিরবিচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের সুযোগ সৃষ্টি রয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান বিপিএএ সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগ (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয়) ওজোপাডিকোলিঃ পরিচালনা পরিষদের চেয়ারম্যান এস এম এনামুল কবির,ওজোপাডিকোলিঃ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, ওজোপাডিকোলিঃ ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ এ.এইচ.এম.মহিউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আরিফুর রহমান, সফল তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহান ই শবনম।
কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, ফ্রেশ এগ্রো ফুড এর ওমর ফারুক, দেশ এগ্রো ফুড আঃ খালেক, খাজা নগরের বিভিন্ন মিল মালিকগণ ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।