মিরসরাই বারইয়ারহাট পৌরসভার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এ রাস্তা পারাপারে জনসাধারণের ভোগান্তির যেন শেষ নেই, যদিও একটি ওভার ব্রিজ আছে,কিন্তু তাতে জনসাধারণের অসন্তোষ প্রকাশ,কারন রাস্তা পারাপারে জন্য যদিও ব্রিজটি নির্মাণ করা হয়,কিন্তু ভিবিন্ন অসুবিধার কারনে সেটা তেমন একটা ব্যবহার করা হয় না,বিশ্বেষ করে বৃদ্ধ লোকের ক্ষেত্রে সেটা একেবারেই অসম্ভব, এবং পশ্চিম মুখি জনগণের নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী ক্রয়ের একমাত্র স্থান হলো পূর্ব বারইয়ারহাট বাজার,তাই এতো লম্বা ও দূরবর্তী ওভার ব্রিজ টি পার হয়ে আসতে সকলেই খুব কষ্ট ও অসম্ভব বলে মনে করেন,বারইয়ারহাট বাসির দৃর্গদিনের একটাই স্বপ্ন, বারইয়ারহাট পৌরসভায় একটি সুবিধা জনক আন্ডারগ্রাউন্ড অথবা ফ্লাইওভার এর দাবি,কিন্তু সেই প্রয়োজনীয় সকলের এই একটাই দাবি এখনো বাস্তবায়ন না হওয়ার কারনে,মৃত্যুর ফাঁদে পড়ে হলে ও সল্প সময় ব্যেয় করে মৃত্যুর ঝুঁকি নিয়ে হাইওয়ে রোড পারাপার হচ্ছে, এতে যদি ও অনেকেরই প্রান গিয়েছে, কিন্তু তার পরে ও থেমে নেই পারাপার, তাই বারইয়ারহাট পৌরসভা বাসি সংশ্লিষ্ট ও দ্বায়িত্বরত সকল কর্মকর্তা বিন্দু দের অনুরোধ করেন,যাতে করে সাধারন জনগনের সুবিধা ও মৃত্যুর ফাঁদ থেকে বাঁচাতে হলে ও অতি দ্রুত একটি ফ্লাইওভার স্থাপনের জোর দাবি জানিয়েছেন, অতীতে ও অনেক এম পি, মন্ত্রী দের কাছে এলাকাবাসী এই আবেদন টি করেছেন, কিন্তু দুঃখ জনক হলেও এটা সত্যি যে, যেটা জনগণের বেশি প্রয়োজন সেটা এই দেশে বাস্তবায়ন হয় না,তার পরে ও সাধারণ মানুষের একটাই দাবি, এই বারইয়ারহাট পৌরসভা বাজের একটি সুবিধা জনক আন্ডারগ্রাউন্ড অথবা ফ্লাইওভার অবশ্যই প্রয়োজন,এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা ও এই হাইওয়ে রোড পারাপারে দূর্ঘটনা থেকে বাঁচানোর এক মাত্র উপায় হলো ফেনী মহিফালের মতো একটি ফ্লাইওভার, অতএব এলাকাবাসী সকলেই আশাবাদী যে এবার হয়তো বারইয়ারহাট পৌরসভায় ঝুঁকিমুক্ত একটি সমাধান হবে।