জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের 5 নং ওয়ার্ডে শান্তি সংঘ সংগঠনের উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।আজ ০৭/১২/২০২৪ ইং তারিখ গোপীনাথপুর কে এম দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে গোপীনাথপুর শান্তির সংঘ সংগঠনের সভাপতি ইমরান হাসান এর সভাপতিতে অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিথি ছিলেন 14 নং দিগপাইত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব রাহাত হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বলদিআটা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব মাওলানা আলহাজ সৈয়দ আলী মিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন গোপীনাথপুর শান্তি সংঘে সংগঠনের সকল উপদেষ্টাবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা, খায়রুল ইসলাম লেবু,ফজলুল হক মাস্টার প্রমুখ। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় প্যানেল চেয়ারম্যান জনাব রাহাত হোসেন বলেন। শান্তি সংঘ একটি ছাত্র সংগঠন তারা এলাকার অসহায় গরিব ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণের যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানিয়ে বলেন, তাদের এই কম্বল বিতরণ কর্মসূচি যাতে আরো বেগবান হয় সেজন্য আর্থিক ও সার্ভিক সহযোগীতার আশ্বাস দেন।