1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎দুমকীতে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে মালিকসহ ব্যবসায়ীকে জরিমানা পাঁচবিবি তে ডিবি পরিচয়দানকারী দুই ভুয়া পুলিশ সদস্য পুলিশের হাতে আটক কয়রায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী পক্ষ উপলক্ষে গণসংযোগ নওগাঁ সদর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা বান্দরবানে লামায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক উৎসব সাংগ্রাই শ্রীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে শ্রমিকের মৃত্যু মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, নওগাঁ থেকে আটক ২ কালীগঞ্জের বিষ্ণুপুরে বুদ্ধি প্রতিবন্ধী বৃদ্ধার আত্মহত্যা সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন টাঙ্গাইলের মির্জাপুরে নিজের শিশু মেয়েকে (১১) ধর্ষণের অপরাধে গ্রেপ্তার বাবা

নারায়ণগঞ্জ ৪ আসনে একতারা প্রতিকের পার্থীর উপর দুর্বৃত্তদের হামলা

মোঃ সাব্বির হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পড়া হয়েছে
সেলিম আহমেদ নারায়ণগঞ্জ ৪ আসনের প্রভাবশালী শামীম ওসমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন দ্বাদশ জাতীয়  সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে  লিবারেল ইসলামীক জোটের প্রার্থী সেলিম আহমেদ ও  তার সমর্থকরা  নির্বাচনী  প্রচার প্রচারণা চলাকালীন অবস্থায় হামলার শিকার হন।
২২ (ডিসেম্বর) শুক্রবার  বিকেলে রামারবাগ এলাকা থেকে নির্বাচনি প্রচারনা জন্য একতারা প্রতিক  সেলিম আহাম্মেদ গণসংযোগ  এর বের হলে এক দল লোক এসে তাদের বাধা দেয় তাদের মধ্যে অন্যতম ইমরান হোসেন ও তার বাবা আফজাল হোসেন সহ স্থানীয়  একাধিক লোক সহ সেলিম আহাম্মেদ ও তার সমর্থকদের  উপর  হামলা চালায়।  এ হামলার ঘটনায়   সহ ৫ থেকে ৬ জন কে পিটিয়ে গুরুতরভাবে আহত করা হয়।
এ হামলার ঘটনার খবর জানতে পেরে সাথে সাথেই ফতুল্লা থানা ওসি ঘটনা স্থলে যান।
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি নুরে আজম দেশ বুলেটিনকে  কে জানান, হামলার ঘটনার সাথে সাথে আমরা সেখানে গিয়েছি। আমরা তদন্ত করছি। প্রার্থীর পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পেলেই আমরা পরবর্তী আইন- আনুক   ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে লিবারেল ইসলামীক জোটের মহাসচিব ও নারায়ণগঞ্জ ৪ আসনে একতারা প্রতিকের  প্রার্থী সেলিম আহমেদ বলেন, আমি আমার দলীয় সমর্থকদের নিয়ে শান্তিপূর্ণভাবে এলাকার বিভিন্ন স্থানে গিয়ে ভোট প্রার্থনা করছিলাম। হঠাৎ করে পিছন থেকে ইমরান নামে এক সন্ত্রাসী আমাকে গতিরোধ করে এবং আমাকে বলতে থাকে এই এলাকায় কোন একতারা চলবে না এখান থেকে সরে যা তারপর আমি  সেখান থেকে স্থান ত্যাগ না করায় আমাকে ও আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়।এতে করে আমার ৫ থেকে ৬ জন কর্মী আহত হন। তাৎক্ষণিক তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। আমার সাথে কারো কোন শত্রুতা নেই আমি নির্বাচনে আশায় তারা আমার উপর হামলা চালিয়েছে। এমনকি আমার সাথে মানিব্যাগে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় টাকা। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুস্থ তদন্তের মাধ্যমে তাদের বিচারের দাবি জানাচ্ছি।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। গেল ১৮ ডিসেম্বর হতে নানা কৌশলে নিজ নিজ আসনভিত্তিক এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।
১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচারণা করছেন নারায়ণগঞ্জের ৫ টি আসনের প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। তার পরে  ৭ জানুয়ারী হবে  ভোট গ্রহণ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com