দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নোয়াখালী জেলার ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২৪ডিসেম্বর) বিকেলে জেলা প্রসাশক হল রুমে নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার দেওয়ান মাহবুবর রহমানের সভাপতিত্বে নির্বাচনের আচরণবিধি ও প্রার্থীদের মাঠ পর্যায়ে সকল বাধা নিষেধ ও আচরণ ভঙ্গ সহ সকল ধরনের অভিযোগের কথা শুনেন এবং জেলা রিটার্নিং অফিসার সমাধান করার আশ্বাস প্রদান করেন। নির্বাচনে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন এবং ভোট সুষ্ঠভাবে করা যায় সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবেন প্রশাসন বলে জানান।
এছাড়া প্রার্থীদের মধ্যে নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী আলহাজ মোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুইয়া মানিক, নোয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ, নোয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিন, সাংবাদিক প্রতিনিধি সহ আরো অনেকে।