1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎দুমকীতে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে মালিকসহ ব্যবসায়ীকে জরিমানা পাঁচবিবি তে ডিবি পরিচয়দানকারী দুই ভুয়া পুলিশ সদস্য পুলিশের হাতে আটক কয়রায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী পক্ষ উপলক্ষে গণসংযোগ নওগাঁ সদর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা বান্দরবানে লামায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক উৎসব সাংগ্রাই শ্রীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে শ্রমিকের মৃত্যু মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, নওগাঁ থেকে আটক ২ কালীগঞ্জের বিষ্ণুপুরে বুদ্ধি প্রতিবন্ধী বৃদ্ধার আত্মহত্যা সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন টাঙ্গাইলের মির্জাপুরে নিজের শিশু মেয়েকে (১১) ধর্ষণের অপরাধে গ্রেপ্তার বাবা

মাগুরায় নাশকতার মামলার সাংবাদিক গ্রেফতার

অনার বিশ্বাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

মাগুরার শ্রীপুরে নাশকতা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে শ্রীপুর থানা পুলিশ।

আটককৃতদের মধ্যে জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার মাগুরা শ্রীপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মুজাহিদ শেখ রয়েছেন। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশের দাবি, সাংবাদিকসহ গ্রেপ্তারকৃত সকলেই বিএনপির সক্রিয় কর্মী এবং নাশকতার সাথে জড়িত।

সাংবাদিক মুজাহিদ শেখের স্ত্রী রেশমা বেগম ও তার পরিবারের দাবি, সে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। সে কোন নাশকতার সাথে জড়িত না। সে শারীরিকভাবে খুবই অসুস্থ। এলাকার প্রতিপক্ষের লোকজন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে।সাংবাদিকের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে শ্রীপুরের সাংবাদিক মহল।

মাঝাইল গ্রামের সৈয়দ আব্দুল মালেকের ছেলে শওকত কামাল রাজু (৩৭) কোনো প্রকার রাজনীতির সাথে জড়িত না, সে প্রতিপক্ষের ষড়যন্ত্রের স্বীকার বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, উপজেলার মহেশপুর গ্রামের নাজমুল শেখের ছেলে রাসেল শেখ (২৯), রায়নগর গ্রামের হাফিজার শেখের ছেলে রবিউল শেখ (৩৬),  একই গ্রামের আব্দুল ওহাবের ছেলে মহব্বত হোসেন (৪৫), বরালিদহ গ্রামের খোন্দকার মোসলেম উদ্দিনের ছেলে নুরুজ্জামান (৩৫), ঘাসিয়াড়া গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে সুজা উদ্দীন (৪৫)।শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে।

শ্রীপুর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com