1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত সভাপতি আসাদ-সম্পাদক আখতার ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ৪ দলীয় ফুটবল খেলার উদ্বোধন কালীগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক নায়েব আলী’র ইন্তেকাল হিলিতে স্বল্প মূল্য টিসিবি পণ্য বিক্রয় শুরু। এইবার তেল না থাকায় হতাশ কার্ডধারীরা টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নওগাঁয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১ গলাচিপায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত অতিরিক্ত টাকা ছাড়া সেবা দেয় না -জাহিদ কাওছার

বাগেরহাট ফোরাম ঢাকা মিলন মেলা ২০২৪ অনুষ্ঠিত

মোঃ মিরাজুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে
রাজধানীতে বাগেরহাট ফোরামের উদ্যোগে আয়োজিত হয় বাগেরহাট ফোরাম ঢাকা মিলন মেলা ২০২৪। উচ্ছ্বাসপূর্ণ পরিবেশে আয়োজিত এ মিলন মেলায় বাগেরহাট জেলার কৃতি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।প্রধান অতিথির বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, “বাগেরহাট জেলার উন্নয়ন ও ঐক্যের মাধ্যমে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে হবে। এ ধরনের আয়োজন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও গভীর করে।বিশেষ অতিথিদের অংশগ্রহণ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম। তিনি বাগেরহাটের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং জেলা পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির আহ্বান জানান।অন্যান্য বক্তারাঅনুষ্ঠানে বক্তব্য রাখেন:শেখ মনজুরুল হক (রাহাদ): বাগেরহাট জেলা যুব বিভাগের সভাপতি এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
মোঃ আব্দুল আলিম: বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।গাজী মোনাওয়ার হোসাইন তামীম: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) এবং শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক (রহিমাহুল্লাহ)-এর সন্তান।মোড়েলগঞ্জ থানা আমীর মাওলানা শাহাদাৎ হোসেন: স্থানীয় সংগঠনের দায়িত্বশীল।ছাত্র নেতাদের উপস্থিতিঅনুষ্ঠানে বাগেরহাট জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নাজমুল ইসলাম সাইফ, সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনার বিষয়বস্তু: ইসলামি আইন প্রতিষ্ঠার গুরুত্ব ও প্রয়োগ
সভায় ইসলামি আইন প্রতিষ্ঠার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং তা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিস্তর আলোচনা হয়। বক্তারা উল্লেখ করেন, ইসলামের আইন কেবল একটি ধর্মীয় বিধান নয়; এটি মানুষের ব্যক্তিগত, সামাজিক, এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি, ন্যায়বিচার, এবং সমতা নিশ্চিত করার একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা।ইসলামি আইন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাবক্তারা বলেন, বর্তমান সমাজের নৈতিক অবক্ষয়, সামাজিক অবিচার এবং অপরাধের প্রকোপ দিন দিন বাড়ছে। এর একটি বড় কারণ হলো, সমাজে আল্লাহ প্রদত্ত আইন উপেক্ষা করে মানব রচিত আইন চালু করা হয়েছে। ইসলামি আইন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে নৈতিকতা ফিরিয়ে আনা, অপরাধ দমন, এবং প্রতিটি মানুষের জন্য ন্যায়ের নিশ্চয়তা বিধান সম্ভব।ইসলামি আইন ব্যক্তির ব্যক্তিগত জীবনে যেমন শান্তি আনে, তেমনি এটি রাষ্ট্রীয় জীবনে শোষণ, দুর্নীতি, এবং বৈষম্যের অবসান ঘটায়। বক্তারা উল্লেখ করেন, ইসলামি আইন সমাজে এমন একটি ভারসাম্য সৃষ্টি করে যা সব শ্রেণি-পেশার মানুষকে ন্যায় ও নৈতিকতার আওতায় নিয়ে আসে।ইসলামি আইনের মূলনীতি ও উপকারিতা বক্তারা বলেন, ইসলামি আইনের প্রধান বৈশিষ্ট্য হলো এটি ন্যায়বিচার, সমতা, এবং মানবাধিকার রক্ষা করে।ন্যায়বিচার: ইসলামি আইনে অপরাধের জন্য নির্ধারিত শাস্তি ন্যায়বিচারের মানদণ্ডে নির্ধারিত। এতে অপরাধ দমন হয় এবং ভুক্তভোগী ন্যায়বিচার পায়।সমতা: ইসলামি আইন ধনী-গরিব, শাসক-শাসিত সবার জন্য সমান। এতে বৈষম্যের কোনো সুযোগ নেই।মানবাধিকার: ইসলামি আইন ব্যক্তির জান, মাল, ইজ্জত, এবং স্বাধীনতা রক্ষার গ্যারান্টি দেয়।ইসলামি আইন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ ও করণীয় বক্তারা আলোচনা করেন, বর্তমান সময়ে ইসলামি আইন প্রতিষ্ঠার পথে বেশ কিছু বাধা বিদ্যমান।ধর্মীয় শিক্ষা: জনগণের মধ্যে ইসলামি আইনের গুরুত্ব এবং বাস্তব উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।নেতৃত্বের ভূমিকা: ইসলামি আইনের সঠিক প্রয়োগের জন্য সৎ, যোগ্য, এবং আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন।সামাজিক সংস্কার: সমাজ থেকে দুর্নীতি, নৈতিক অবক্ষয়, এবং অপরাধ দূর করতে ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠা করতে হবে।
আলোচনা শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। বাগেরহাট ফোরাম ঢাকা মিলন মেলা ২০২৪ জেলার উন্নয়ন এবং ঐক্যের একটি মাইলফলক হয়ে থাকবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com