রাজশাহীর গোদাগাড়ীতে মাদকের ব্যবসা করে অনেকে শূন্য থেকে কোটিপতি হয়েছেন।এরা আইনের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরমধ্যে গোদাগাড়ীর মাদারপুর গ্রামের হামীম বাব( নাতু), পিতা গোলাব আলী। গোদাগাড়ীর সীমান্তবর্তী এলাকা ভারত থেকে এনে গোদাগাড়ী হয়ে রাজশাহীসহ সারা দেশে ছড়িয়ে দিচ্ছে।এর নামে গোদাগাড়ী থানায় একটি মাদকের মামলা ও আছে এবং সেই মামলায় সে একবার ছয় মাস জেল ও খেটেছে। এই মাদকের ব্যবসা করে সে এখন কোটিপতি বনে গিয়েছে। অনেক জায়গা জমিও কিনেছে।