সাভারে একরাতেই চলন্ত বাস, বিয়ের গাড়ি ও একটি প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে আহত হয়েছেন চারজন।শুক্রবার (২০ ডিসেম্বর) রাতের বিভিন্ন সময় এসব ডাকাতির ঘটনা ঘটে। এরমধ্যে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনিতে চলন্ত বাসে, আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কে বিয়ের গাড়ি ও কাঠগড়া-টঙ্গাবাড়ি শাখা সড়কে প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটে।এসময় ডাকাতের ছুরিকাঘাতে আহত হন শামীম হোসেন নামে এক ব্যক্তি। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কালিকাপুর এলাকার মৃত আজগর হোসেনের ছেলে। বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি।বাসের যাত্রী হারুন-অর-রশিদ বলেন, আমি উলাইল থেকে ওয়েলকাম পরিবহনের একটি বাসে উঠি। বাসটিতে নারীদের আসনে আগে থেকেই তিন পুরুষ যাত্রী বসে ছিলেন। এসময় তাদের কথা মতো জানালার পাশের সিটে বসি। এর প্রায় ৫ মিনিট পর হঠাৎ তারা দেশীয় অস্ত্র হাতে দাঁড়িয়ে যায়। ডাকাতরা আমাকেসহ বাসের সব যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আমার মানিব্যাগসহ পকেটে যা ছিল সব বের করে নেয়। এসময় তারা আমার সামনের যাত্রীসহ চারজনকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে। পরে যাত্রীরা আতঙ্কে যার কাছে যা ছিল সব ডাকাতদের দিয়ে দিলে তারা সিঅ্যান্ডবি এলাকায় নেমে চলে যায়।অপরদিকে শুক্রবার রাতেই আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কে গাছ ফেলে একটি বিয়ের বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট হয়ে যাওয়ার অভিযোগ করলেও পুলিশের দাবি, ডাকাতরা তেমন কিছুই নিতে পারেনি।বিয়ের বাসটিতে থাকা যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে রাত ২টার দিকে একটি মিনি বাসে তারা আশুলিয়ার সদরপুর আসছিলেন। বাসটি আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় পৌঁছালে রাস্তায় গাছ ফেলে একদল অস্ত্রধারী বাসটির গতিরোধ করে। পরে বাসে থাকা সবাইকে মারধর করে নগদ টাকা ও মোবাইল লুটপাট করে পালিয়ে যায়।এছাড়া একইদিন রাত ১০টার দিকে আশুলিয়ার কাঠগড়া-টঙ্গাবাড়ি শাখা সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক পোশাক কারখানা সংলগ্ন এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর এক স্বজন আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।ডাকাতির শিকার রেজাউল করিম আশুলিয়া দক্ষিণ গাজীরচট এলাকার এনআরএন নিটিং অ্যান্ড গার্মেন্টস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক।লিখিত অভিযোগে বলা হয়, গতকাল নিজস্ব প্রাইভেটকারে রেজাউল করিম সিরাজগঞ্জের বেলকুচি থেকে ঢাকার মিরপুরের উদ্দেশ্যে রওনা হন। রাত ১০টার দিকে প্রাইভেটকারটি আশুলিয়ার কাঠগড়া-টঙ্গাবাড়ি শাখা সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক পোশাক কারখানা সংলগ্ন সড়কে পৌঁছালে ৩-৪ ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গতিরোধ করে। পরে তারা গাড়ির সামনে ও দুই পাশের গ্লাস ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে। এসময় রেজাউল করিমের সঙ্গে থাকা ১ লাখ ১৩ হাজার টাকা, একটি আইফোন ও একটি রিয়েলমি ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।অপরদিকে শুক্রবার রাতেই আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কে গাছ ফেলে একটি বিয়ের বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট হয়ে যাওয়ার অভিযোগ করলেও পুলিশের দাবি, ডাকাতরা তেমন কিছুই নিতে পারেনি।বিয়ের বাসটিতে থাকা যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে রাত ২টার দিকে একটি মিনি বাসে তারা আশুলিয়ার সদরপুর আসছিলেন। বাসটি আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় পৌঁছালে রাস্তায় গাছ ফেলে একদল অস্ত্রধারী বাসটির গতিরোধ করে। পরে বাসে থাকা সবাইকে মারধর করে নগদ টাকা ও মোবাইল লুটপাট করে পালিয়ে যায়।এছাড়া একইদিন রাত ১০টার দিকে আশুলিয়ার কাঠগড়া-টঙ্গাবাড়ি শাখা সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক পোশাক কারখানা সংলগ্ন এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর এক স্বজন আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।ডাকাতির শিকার রেজাউল করিম আশুলিয়া দক্ষিণ গাজীরচট এলাকার এনআরএন নিটিং অ্যান্ড গার্মেন্টস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক।লিখিত অভিযোগে বলা হয়, গতকাল নিজস্ব প্রাইভেটকারে রেজাউল করিম সিরাজগঞ্জের বেলকুচি থেকে ঢাকার মিরপুরের উদ্দেশ্যে রওনা হন। রাত ১০টার দিকে প্রাইভেটকারটি আশুলিয়ার কাঠগড়া-টঙ্গাবাড়ি শাখা সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক পোশাক কারখানা সংলগ্ন সড়কে পৌঁছালে ৩-৪ ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গতিরোধ করে। পরে তারা গাড়ির সামনে ও দুই পাশের গ্লাস ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে। এসময় রেজাউল করিমের সঙ্গে থাকা ১ লাখ ১৩ হাজার টাকা, একটি আইফোন ও একটি রিয়েলমি ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।