পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ১ম সিরিয়ালের সাংবাদিক ক্লাব ” উপজেলা প্রেসক্লাব” মির্জাগঞ্জ, পটুয়াখালী।উপজেলা প্রেসক্লাব ৫ই আগস্ট এর পরে অনেক বড় ধরনের ঝড়ঝাপটা যায় হাড়িয়ে যায় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ফার্নিচার আসবাব পএ। এই প্রেসক্লাবের দুর্দিনে নিজের সন্তানের মতো পরিবারের সদস্যের মতো আগলে রাখেন উপজেলা প্রেসক্লাবের ঊর্ধ্বতন দায়িত্বশীলরা এবং বিপদে আপদে ঝাপিয়ে পরেন উপজেলা প্রেসক্লাবের সদস্যদের জন্য মির্জাগঞ্জের মাটিতে আবারো নতুন রুপে নতুন ধারায় সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে যাএা শুরু করে ” উপজেলা প্রেসক্লাব” মির্জাগঞ্জ, পটুয়াখালী।উপজেলা প্রেসক্লাব মির্জাগঞ্জ এর নতুন ঘর উদ্ভোদন এবং মিলাদ ও দোয়ায় অংশগ্রহণে জনাব একে এম আলামিন প্রিন্স এর সঞ্চালনায় উপস্থিত থাকেন শ্রদ্ধেয় জাহাঙ্গীর হোসাইন ফরাজি, শ্রদ্ধেয় আমিনুল ইসলাম খোকন , শ্রদ্ধেয় ফিরোজ আলম গোলদার , শ্রদ্ধেয় আনোয়ার হোসেন সিকদার, শ্রদ্ধেয় কাইফুর রহমান জাকির ভাই,শ্রদ্ধেয় রাসেদ সামস , শ্রদ্ধেয় গাজী আতাউর রহমান, জনাব রফিকুল ইসলাম সহ অন্যঅন্য প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকেন ” উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিক বৃন্দ।উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব একে এম আলামিন প্রিন্স এর পক্ষ থেকে বানী।প্রান প্রিয় সংগঠন উপজেলা প্রেসক্লাবের অনুষ্ঠানে যাহারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। সময়োপযোগী সংবাদ প্রকাশের মাধ্যমে আমরা যেনো হতে পারি আপনাদের অধিক প্রিয়। আমাদের কলম চলবে নিষ্ঠা ও সততার সাথে, অক্ষুণ্ণ রাখবো আপনাদের সন্মান।