1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট ‘২৪ সম্পন্ন মিঠাপুকুরে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ লোহাগাড়া প্রেসক্লাব’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টে পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান হিলিতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কর্মসূচীর নামে মানহানীর চেষ্টা, সর্বত্র প্রতিবাদের ঝড় দৌলতখানে ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধানের শীষ, স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষকেরা চিরিরবন্দরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাক্ষীগণের সংবাদ সম্মেলন পবিপ্রবিতে গভীর রাতে র‌্যাগিং নির্যাতন, আহত ৫ শিক্ষার্থী

গাজীপুর-১ আসনের আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থীর পথসভায় নৌকার কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে

আনন্দ রায়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে
গাজীপুর-১ আসনের আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থীর পথসভায় নৌকার কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাতটার দিকে কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাছবাড়ি এলাকায়।এ ঘটনায় আহত বোয়ালি ইউনিয়নের সদস্য শরিফ আল মামুন সোমবার রাতে বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আহতরা হলেন-উপজেলার কুন্দাঘাটা এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে শরীফ আল মামুন। তিনি বোয়ালি ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। মোজাম্মেল হোসেন, শাহিন মিয়া, মীর তারেক হাসান, সহিদুল ইসলাম।নেতাকর্মী ও অভিযোগ সূত্রে জানা গেছে, গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজউল করিম রাসেল তার নেতাকর্মীদের নিয়ে উপজেলার বোয়ালি ইউনিয়নে গাছবাড়ি এলাকায় একটি পথসভা করতে যান। সেখানে রেজাউল করিম বক্তব্য শুরু করলে ওই এলাকার নৌকার কর্মী ফারুক হোসেন, নাজিম উদ্দিনসহ  ১৫-১৬ জন তার পথসভার দিকে মাইকের সাউন্ড দিয়ে বিরক্ত করতে থাকে। এ সময় রেজাউল করিমের লোকজন তাদের মাইক কিছু সময়ের জন্য অন্যদিকে ঘুরিয়ে রাখতে বলেন। কিন্তু তারা মাইক না সরিয়ে আরও বেশি বিরক্ত করতে থাকে। এক পর্যায়ের উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এ সময় কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তার ডাক-চিৎকারে অন্যান্য সহকর্মী মোজাম্মেল হোসেন, শাহিন, মীর তারেক হাসান, সহিদুল ইসলাম এগিয়ে গেলে তাদেরকেও মারধর করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বলেন, আমি একটি পথসভা করতে গিয়েছিলাম। তারা আমার পথসভা বানচাল করতে আমার সভার কাছে মাইক লাগিয়ে উচ্চ স্বরে বাজিয়ে বিরক্ত করতে থাকে। তাদেরকে কিছু সময়ের জন্য মাইক সরিয়ে রাখতে বললে প্রতিপক্ষের নেতাকর্মীরা আমার কর্মীদের মারধর করে।এ বিষয়ে অভিযুক্ত নৌকার কর্মীদের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, একই অনুযোগ এনে নৌকার কর্মীরাও অভিযোগ দিয়েছেন থানায়।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির রহমান জানান, ওই ঘটনায় দুইপক্ষ থেকেই অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com