1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট ‘২৪ সম্পন্ন মিঠাপুকুরে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ লোহাগাড়া প্রেসক্লাব’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টে পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান হিলিতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কর্মসূচীর নামে মানহানীর চেষ্টা, সর্বত্র প্রতিবাদের ঝড় দৌলতখানে ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধানের শীষ, স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষকেরা চিরিরবন্দরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাক্ষীগণের সংবাদ সম্মেলন পবিপ্রবিতে গভীর রাতে র‌্যাগিং নির্যাতন, আহত ৫ শিক্ষার্থী

কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ) আসেন নৌকা ডুবাতে চায় টেকনাফ উপজেলা আওয়ামীলীগের নেতারা জামাত বিএনপির সাথে আতাত করে সংবাদ সম্মেলনে সাবেক সংসদ বদি

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

উখিয়া টেকনাফে জামাত বিএনপির সাথে আঁতাত করে নৌকা নৌকা ডুবাতে মরিয়া টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নুরুল বশর ও সাধারন সম্পাদক মাহাবুব মোর্শেদ।গতকাল সাংবাদিক সম্মেলনে কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি এমনি অভিযোগ করেন ।

কক্সবাজার-৪(উখিয়া টেকনাফ) আসনে নৌকা প্রার্থী হিসেবে শাহিন আক্তার চৌধুরীকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। তিনি মনোনয়ন নিয়ে আসার পরে মাঠে ময়দানে দেখা যায়,সারা জীবন দলের পদ পদবী ব্যবহার করে চাঁদাবাজি-দূর্নীতি করে এবার নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল বছর ও সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ ও শীর্ষ নেতারা। জামায়াত-বিএনপির সাথে আতাত করে নৌকার পরিবর্তন করতে মরিয়া হয়ে উঠেছে। এতে পরিস্কার বুঝা যাচ্ছে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার পরিবর্তন চায়।

উখিয়া টেকনাফে জামাত বিএনপির সাথে আঁতাত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বছর ষড়যন্ত্র নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নূরুল বছর জামাত শিবিরের ক্যাডার ছিলেন। এটা ছাত্রজীবনে সকলেই জানে। আজকে তিনি বিএনপির জামাতের সাথে একাত্মতা ঘোষণা করে তিনি নৌকার পরিবর্তন চাচ্ছেন। নৌকার পরিবর্তন চাওয়া মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তন চাওয়া। তাদের সাথে যোগ দিয়েছেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম,সাধারণ সম্পাদক ফজলুল কবির চৌধুরী ও পৌর যুবলীগের সভাপতি রেজাউল করিম ধইল্যা, সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ ও উপজেলা ছাত্রলীগের কিছু অংশ। তারা যাদেরকে যুবলীগ করালেন পবিত্র কোরআন শরীফ ধরিয়ে তাদের জন্য কিন্তু নৌকার জন্য নয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল বশর ও সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ নৌকার নাম ধরে পদ পদবী ব্যবহার করে তাদেরকে কুরআন শরীফ ধরে নৌকার পক্ষে কাজ করার জন্য নয় নৌকার বিপক্ষে কাজ করার জন্য সংগঠন করেছেন। যাহা টেকনাফবাসী জানে। সাংবাদিক সম্মেলনে কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি আরো বলেন, আমি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করব আপনারা বস্তু নিষ্ঠুর সংবাদটুকু যাচাই বাচাই করে প্রতিবেদন করার জন্য।

গত ২৪ ডিসেম্বর রবিবার সকাল ১১ ঘটিকার সময় টেকনাফ পাইলট হাইস্কুলের হলরুমে বিশেষ বর্ধিত সভা করে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর ও সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ। তারা দুইজনে এ বর্ধিত সভাতে পৌর আওয়ামীলীগের কোন নেতা কর্মী আমন্ত্রণ করেন নাই। আমরা বুঝে নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে নৌকার বিরুদ্ধে ঈগল পাখি নাম ব্যবহার করে ভোট চাচ্ছে। এমনকি জামাত বিএনপি উস্কানি দিয়ে তাদেরকে নৌকার বিরুদ্ধে প্রচার-প্রচারনা করে যাচ্ছেন।বর্তমানে যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু প্রকৃত আওয়ামী লীগ নয় পবিত্র কোরআন শরীফ ধরা আওয়ামী লীগ। তাদের বিষয়ের উপরের নেতৃবৃন্দের কাছে অভিযোগ করা হয়েছে।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর ও সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ তারা দুই জনেই নৌকার পক্ষে ভোট না দেওয়ার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে এমনকি জামাত বিএনপির সাথে আতাত করে নৌকার পরিবর্তন চাই। তারা দুই জনেই আওয়ামীলীগকে ধ্বংস করতে চাই কিন্তু তারা প্রকৃত আওয়ামীলীগ নয়। দলের মধ্যে কারা মোনাফেক তাদেরকে চিহ্নিত করা হয়েছে। যারা বছরের পর বছর বলে যাচ্ছে নৌকা যার আমরা তার। এখন বলে ঈগল পাখি। সারা বছর প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে চাঁদাবাজি করেছে।

এসময় বদি বলেন, ‘দলীয় সভা দেখে উপজেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারন সম্পাদক নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে নেতাকর্মীদের মাঠে নৌকার বিপক্ষে কাজ করতে নির্দেশ দিয়েছেন। এমন ঘটনা নজীর বিহীন। জমায়াত-বিএনপির সাথে আতাত করে শেখ হাসিনার বিরুদ্ধে সড়যন্ত্রের অংশ হিসেবে ভোট কেন্দ্রে মানুষ উপস্থিত না হতেও প্রচারনা চালাচ্ছে তারা। এমনকি যুবলীগ-ছাত্রলীগও নৌকার ডুবানোর জন্য শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মানুষ বুঝতে পেরেছে তারা কেমন আওয়ামী লীগ। মূলত তার দলে ঘাপটি মেরে থাকা মীরজাফার।

২৫ ডিসেম্বর সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ীর লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এমন অভিযোগ করেন পৌর আ’লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুর রহমান বদি। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের পরিচালনায় সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ ইসলামসহ পৌর আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।এবার নৌকার জয়ে হলে আমরা সীমান্ত এলাকাকে মাদক মুক্তসহ সকল বেকারত্ব যুবকদের চাকরীর ব্যবস্থা করা হবে। এদিকে কক্সবাজার-৪ আসনে আবারো আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি শাহীন আক্তার। তিনি এই আসনের সাবেক এমপি আবদুর রহমান বদির স্ত্রী। এছাড়া আরো বেশ কয়েকটি দলের প্রার্থী থাকলেও আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর এ আসনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর ভোটের মাঠে শাহীনকে চ্যালেঞ্জ করতে নামেন । এছাড়া জাতীয় পার্টির নুরুল আমিন ভুট্টো (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুল আলম (আম), তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব (সোনালী আঁশ), ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী (মিনার), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল (ডাব)। এই আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৯৭১জন। এর মধ্য ১ লাখ ৬৭ হাজার ১৪১ পুরুষ, ১ লাখ ৫৯ হাজার ৮২৮ নারী এবং ২ জন হিজড়া।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com