আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ। ২০০৮ সালের পর এবারই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা যাচ্ছে।আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শিল্পমন্ত্রী ও বর্তমান সংসদ নূরুল মজিদ মাহমূদ হুমায়ূন এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে দলীয় নেতাকর্মীরা কেন্দ্র কমিটি গঠনের মাধম্যে নৌকার সমর্থনে বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে উঠান বৈঠক ও গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন।
দলীয় নেতা-কর্মীরা বর্তমান সরকার ও শিল্পমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভোটারদের কাছে নৌকার ভোট প্রার্থনা করছেন।অপর দিকে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত নেতা মনোহরদী উপজেলার সদ্যসাবেক ৫ বারের উপজেলা চেয়ারম্যান,সাইফুল ইসলাম খান বীরু স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঈগল পাখি প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন।তিনিও দিন-রাত দুই উপজেলায় তার কর্মীদের নিয়ে বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।
দেশবুলেটিন প্রতিনিধি হিসাবে আওয়ামীলীগের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কথা বলে জানতে পারি,তারা সব ভেদাভেদ ভূলে জননেত্রীর মনোনীত নৌকার প্রার্থীকে জয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং পূর্বের ন্যায় এ আসনটি মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা কে উপহার দিতে পারবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।অন্য দিকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল খান বীরু এর কর্মীরা,দেশবুলেটিন প্রতিনিধিকে জানান,বর্তমান সংসদ সদস্য মনোহরদী-বেলাব এর তেমন কোন উন্নয়নমূলক কাজ করে নাই,একজন শিল্পমন্ত্রী হিসাবে যা করার দরকার ছিলো,তাই সাধারণ মানুষ এ আসনে এম.পি পরিবর্তনের জন্য মূখিয়ে আছেন।প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সুষ্ঠু-অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বীরু ভাইয়ের ঈগল পাখি জয়লাভ করবে বলে দৃঢ় প্রত্যয়ব্যক্ত করেন।
সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়,এ আসনে দ্বাদশ নির্বাচনে লড়াই হবে নৌকা ও ঈগল পাখির মধ্যে।তবে কে জয়ী হবে তার জন্য অপেক্ষা করতে ৭ ই জানুয়ারী ভোটগ্রহণের দিন পর্যন্ত।