বান্দরবানের রুমা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে রুমা উপজেলা আওয়ামী লীগ কর্তৃক ৪ নং গ্যালেংগা ইউনিয়নে নিবার্চনী প্রচার-প্রচারনা ও লিফলেট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে রুমা উপজেলার ৪নং গ্যালেংগা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ভরত পাড়া এবং ৭নং ওয়ার্ড রুইফু পাড়ায় রুমা উপজেলা আওয়ামী লীগ কর্তৃক নিবার্চনী প্রচার প্রচারনা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিবার্চনী প্রচার প্রচারনা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিলীপ কুমার দাশ (সহ-সভাপতি, রুমা উপজেলা আওয়ামীলীগ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যসাপ্রু মার্মা (বান্দরবান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রুমা উপজেলা নিবার্চনী দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উহ্লাচিং মার্মা ( চেয়ারম্যান, রুমা উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা) গাব্রিয়েল এিপুরা ( সদস্য সচিব, উপজেলা সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত ও নির্বাহী সদস্য বান্দরবান জেলা আওয়ামী লীগ), থাং খাম লিয়ান বম ( রুমা উপজেলা ভাইস চেয়ারম্যান,ও উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি), শৈউসাই মার্মা ( রুমা উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি), মেনরত ম্রো (৪নং গ্যালেংগা ইউনিয়নের চেয়ারম্যান ও গ্যালেংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি), সহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ম বারের মত বিপুল ভোটে নির্বাচিত করতে নৌকা প্রতীকে ভোটারদের ভোট দিতে উৎসাহিত করেন।