নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের অসীম কুমার উকিল কেন্দুয়া উপজেলাসহ নির্বাচনি এলাকায় বিরামহীন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ, মতবিনিময় ও নির্বাচনি জনসভা করছেন।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটি এনকে উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এবং রায়বাজার গরুহাটে নির্বাচনি জনসভা করেন তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অসীম কুমার উকিল শেখ হাসিনা সরকারের বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর আহ্বান জানান।