দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরসহ ৬ জেলার নির্বাচনি জনসভায় ভার্চূয়ালী যুক্ত হয়ে জামালপুরের পাঁচটি আসনের নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট চেয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে জাতীয় সংসদ নির্বাচনের ভাচূর্য়াল জনসভার আয়োজন করেন জামালপুর জেলা আওয়ামী লীগ।
জনসভার সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ, জামালপুর-২ (ইসলামপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফরিদুল হক খান, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মির্জা আজম, জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও জামালপুর-৫ (সদর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, জেলা,উপজেলা সহ ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।