গুড়া-৬ আসনে একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার সকাল পৌণে দশটার দিকে শহরের ধাওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় একটি ককটেল বিস্ফোরণ হয় এবং আরেকটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এখন পরিবেশ শান্ত আছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বেলাল হোসেন।
তিনি জানান, সকাল পৌণে দশটার দিকে কেন্দ্রের বাইরের একটি বিল্ডিং থেকে দুর্বৃত্তরা দুইটি ককটেল নিক্ষেপ করে। একটি বিস্ফোরণ হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ভোটের পরিবেশ শান্ত আছে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) ফইম উদ্দিন জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।