1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট ‘২৪ সম্পন্ন মিঠাপুকুরে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ লোহাগাড়া প্রেসক্লাব’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টে পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান হিলিতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কর্মসূচীর নামে মানহানীর চেষ্টা, সর্বত্র প্রতিবাদের ঝড় দৌলতখানে ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধানের শীষ, স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষকেরা চিরিরবন্দরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাক্ষীগণের সংবাদ সম্মেলন পবিপ্রবিতে গভীর রাতে র‌্যাগিং নির্যাতন, আহত ৫ শিক্ষার্থী

বগুড়ার ৭টি সংসদীয় আসনের ৫টিতেই নৌকার জয়

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এই ৭টি সংসদীয় আসনের ৫ টিতেই জয় নৌকার। এছাড়াও বাকী দুটি আসনে জাতীয় পার্টির লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের জয় হয়েছে।

বেসরকারি ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান, বগুড়া-২ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে খাঁন মুহম্মদ সাইফুল্লাহ আল মেহেদী, বগুড়া-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী জাসদ নেতা একেএম রেজাউল করিম তানসেন, বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে রাগেবুল আহসান রিপু, বগুড়া-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মজিবর রহমান মজনু, বগুড়া-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ডা. মোস্তফা আলম নান্নু নির্বাচিত হয়েছেন।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে নৌকা প্রতীক নিয়ে সাহাদারা মান্নান বেসরকারি ফলাফলে ভোট পেয়েছেন ৫১ হাজার ৪৯৪ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহাজাদি আলম লিপি তবলা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬৮৪ ভোট।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে শরিফুল ইসলাম জিন্নাহ ভোট পেয়েছেন ৩৬ হাজার ৯৫২ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রীতক নিয়ে বিউটি বেগম পেয়েছেন ৩৪ হাজার ২০৩ ভোট।
বগুড়া-৩ (আদমদিঘি-দুপচাঁচিয়া) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক নিয়ে খাঁন মুহম্মদ সাইফুল্লাহ আল মেহেদী। তিনি ভোট পেয়েছেন ৬৯ হাজার ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকার কাঁচি প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৮১৫ ভোট।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নৌকা প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী জাসদ নেতা একেএম রেজাউল করিম তানসেন পেয়েছেন ৪২ হাজার ৭৫৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে ডা. জিয়াউল হক মোল্লা পেয়েছেন ৪০ হাজার ৬১৮ ভোট।
বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মজিবর রহমান মজনু পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৬ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের প্রার্থী মিনার প্রতিক নিয়ে নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১০৫ ভোট।
বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে রাগেবুল আহসান রিপু পেয়েছেন ৫৩ হাজার ২২৬ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে আব্দুল মান্নান পেয়েছেন ২২ হাজার ৮৪০ ভোট।
বগুড়া-৭ (গাবতলী- শাজাহানপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ডা. মোস্তফা আলম নান্নু পেয়েছেন ৯১ হাজার ০২৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে এটিএম আমিনুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৮০১ ভোট।
বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা চলছে। ইতিমধ্যে কয়েকটি আসনের ফলাফল বেসরকারিভাবে করা হয়েছে। জেলার ৭টি সংসদীয় আসনে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি করেন। মোট ২৮ লাখ ২৮ হাজার ৩৪৪ জন তাদের ভোটার রয়েছেন। এরমধ্যে নারী ভোটার ১৪ লাখ ২৪ হাজার ৯ জন ও পুরুষ ভোটার ১৪ লাখ ৪ হাজার ৩০৯ ভোটার রয়েছে। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২৬ জন। জেলার ৯৬৯ টি ভোট কেন্দ্রের শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com