কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা উপজেলা প্রতিনিধি:মো মামুন:- কুষ্টিয়ায় বেসরকারিভাবে সব আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা বিজয়ী প্রার্থীদের হাতে ফলাফল তুলে দেন।
জেলায় মোট চারটি আসনের মধ্যে মাত্র একটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ী আসনটিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ পুনরায় নির্বাচিত হয়েছেন। তবে আসনটিতে অনিয়মের অভিযোগ এনে ভোট স্থগিত চেয়ে ভোটের দিন দুপুরে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু।
এছাড়াও কুষ্টিয়ার বাকি ৩ আসনের মধ্যে নৌকা প্রতীক নিয়ে পরাজিত প্রার্থীদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া-২ এ ১৪ দলের হেভিওয়েট প্রার্থী হাসানুল হক ইনু, কুষ্টিয়া-৪ এ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ ও কুষ্টিয়া-১ আসনের বর্তমান সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা।
তবে নৌকা হারলেও এই আসনগুলোতে ট্রাক প্রতীক নিয়ে আওয়ামী লীগের হেভিওয়েট যেসকল স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন তারা হলেন কুষ্টিয়া- ১ আসনে মো. রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া-২ থেকে মো. কামারুল আরেফিন ও কুষ্টিয়া-৪ থেকে আবদুর রউফ।