কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।
দুই উপজেলা মিলে এ আসনটির ১৫৮টি কেন্দ্রের মধ্যে রাত পৌনে ১১টায় ১৫৫টি কেন্দ্রের ফলাফলে হাতঘড়ির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইবরাহিম পেয়েছেন ৮১৯৫৫ ভোট ও তার প্রতিদ্ব›দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম পেয়েছেন ৫২৮৯৬ ভোট। ভোটের ব্যবধান ২৯০৫৯ ভোট। তবে তিনটি কেন্দ্রের গোলযোগের কারণে স্থগিত রাখা হয়েছে।
কিন্তু ফলাফল পাওয়া ১৫৫টি কেন্দ্রের ব্যবধান থাকা ভোটের সমপরিমান স্থগিত তিনটি কেন্দ্রের ভোট না থাকায় সৈয়দ মোহাম্মদ ইবরাহিমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
রবিবার (৭ জানুয়ারি) ভোট গ্রহণের পর ফলাফল গণনা করে এ তথ্য নিশ্চিত করেছেন দুই সহকারি রির্টানিং কর্মকর্তা চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী। এ আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বনদ্বীতা করলেও অপর ৫জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।