নোয়াখালীর চাটখিলে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোবাইল ব্যবহারে নিষেধ করায় এই কিশোরীর আত্মহ”ত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
১৫ বছর বয়সী এই কিশোরীর নাম নিপা আক্তার। সে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুরামপুর গ্রামের মোঃ রিপন ও পারভীন আক্তার দম্পতির সন্তান।
নি’হতের পারিবারিক সূত্রে জানা যায়, নিপা আক্তারকে তার মা পারভীন আক্তার কিছুদিন আগে একটি নতুন মোবাইল ফোন কিনে দেয়। মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করায় নিহত নিপা আক্তারের নানী তাকে নিষেধ করে। নিপা বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পরেনি। যেকারণে রাগে-অভিমানে তার নানা বাড়ির এক প্রতিবেশী নানীর একতলা বিল্ডিং এর সামনের কক্ষের ফ্যানে সাথে ওড়না পেছিয়ে গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সে আত্মহ’ত্যা করে। নি’হত নিপা আক্তারের নানাবাড়ী উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাহারখিল গ্রামে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে নি’হতের নানী রৌশআরা (৫০) তাকে খুঁজতে গিয়ে প্রতিবেশী ফতেমা বেগম এর বসতঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখে। পরে তার চিৎকারে আশে পাশের লোকজন এসে নিহতকে ঘরের দরজা ভেঙ্গে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়। স্থানীয়র খবর দিলে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিবারের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহ’ত্যা।’ নি’হতের মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও তিনি জানান।